০৯/০৯/২০২০ বাংলাদেশ বার্তা ডেস্ক:
যদি তোমার কাজল চোখে
আমার ছবি রয়,
রাতের বেলায় স্বপন দেখে
পাবে না মেটেই ভয়।
যদি তোমার পায়ে পায়ে
হাঁটার সুযোগ হয়,
চারটি পায়ের তালে তালে
রইবে কি আর ভয়?
যদি তুমি-আমি দুই জন
দুইটি ছায়া রয়,
চারটি মানুষ থাকলে পরে
কেমনে জাগে ভয়?
ভয় কাটলে সাহস বাড়ে
তাহা তো মিথ্যা নয়,
চল আমরা একজোট হই
ভয়কে করি জয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন