* দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা*

ইসলামী ব্যাংক দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র * সকল প্রকার একাউন্ট খুলতে * * টাকা জমা করতে * টাকা উঠাতে * * বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর টাকা বোনাসসহ উঠাতে * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে আসুন। * * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা* * প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01711-458151* 01700-925241*

বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

এসো ভয়কে জয় করি = আবদুন নূর

 

০৯/০৯/২০২০ বাংলাদেশ বার্তা ডেস্ক:

যদি তোমার কাজল চোখে
আমার ছবি রয়,
রাতের বেলায় স্বপন দেখে
পাবে না মেটেই ভয়।
যদি তোমার পায়ে পায়ে
হাঁটার সুযোগ হয়,
চারটি পায়ের তালে তালে
রইবে কি আর ভয়?
যদি তুমি-আমি দুই জন
দুইটি ছায়া রয়,
চারটি মানুষ থাকলে পরে
কেমনে জাগে ভয়?
ভয় কাটলে সাহস বাড়ে
তাহা তো মিথ্যা নয়,
চল আমরা একজোট হই
ভয়কে করি জয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা.

  বাংলাদেশ বার্তা ডেস্কঃ  প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাক...