বাংলাদেশ বার্তা ডেস্কঃ এক ইহুদী হুজুর নবী কারীম (ﷺ) এঁর দরবারে প্রবেশ করলযখন তিনি সাহাবাগনকে চারপাশে নিয়ে বসেছিলেন। সে সাহাবাগনের সারি ভেদ করে নবীজীরﷺ সামনে দিয়ে দাঁড়াল। গিয়ে নবীজীরﷺ কে খুব রূক্ষ ভাষায় বলল, "হে মুহাম্মদ! আমার যে পাওনা তোমার কাছে আছে তা পরিশোধ কর। তোমরা বনু হাশিম ঋন আদায়ের ক্ষেত্রে খুব সময় নাও।"
নবীজীﷺ এই ইয়াহুদীর কাছ থেকে কয়েক আওসাক খেজুর ধার নিয়েছিলেন। কিন্তু তখনও সেই খেজুর ফিরিয়ে দেয়ার সময় আসেনি। নির্ধারিত সময়ের আগেই সে উপস্থিত হয়ে গেছে ঋন ফিরে পেতে। তার এই বেয়াদবিমূলক আচরন দেখে হজরত ওমর ইবনুল খাত্তাব (রা:) তলোয়ার বের করে বললেন, "ইয়া রাসূলাল্লাহ! আমাকে অনুমতি দিন আমি এই বেয়াদবের গর্দান উড়িয়ে দিই!"
নবীজীﷺ বললেন, "হে ওমর! তুমি ওকে উত্তম পন্থায় ঋন আদায়ের নসিহত দাও, আর আমাকে উত্তমভাবে ঋন আদায় করার নসিহত দাও। হে ওমর! তুমি যাও বায়তুল মালের আমার অংশ থেকে এই ইহুদীকে তার পাওনা খেজুর আদায় করে দাও। আর তুমি তাকে কিছু বেশি দেবে।
তখন বায়তুল মালের দায়িত্বে ছিলেন মূলত: হজরত বিলাল রা:, কিন্তু নবীজীﷺ ওমর রা: কেই নির্দেশ দিলেন, যাও তুমি নিজ হাতে বায়তুল মালের আমার অংশ থেকে ঋন আদায় কর। কারন তুমি এই ইহুদী পাওনাদারের সাথে দুর্ব্যবহার করেছ।
ওমর রা: ঐ ইহুদীকে নিয়ে বায়তুল মালে প্রবেশ করলেন নবীজীর ﷺ ঋন পরিশোধের জন্য। ঋন পরিশোধের পর কিছু অতিরিক্ত খেজুরও তাকে দিলেন।ঐ ইহুদী বললেন, "এই অতিরিক্ত খেজুর কেন?"
ওমর রা: জবাব দিলেন, "আমি আপনার সাথে মনে হয় রুক্ষ ব্যবহার করেছি সেজন্য।"
ঐ ইহুদী বললেন, "হে ওমর আপনি আমাকে চিনেছেন?"
ওমর রা: বললেন, না।
ঐ ইহুদী বললেন, "আমি জায়েদ ইবনু সা'নাহ।"
ওমর রা: বললেন, "আপনি কি সেই বিখ্যাত ইহুদী পন্ডিত?"
ঐ ইহুদী বললেন, "হ্যাঁ আমিই সেই ইহুদী পন্ডিত। আমি তাওরাত কিতাবে শেষ নবীর যত গুণ আছে সব মিলিয়ে দেখেছি, আর সেসব গুণই মুহাম্মদের ﷺ মধ্যে বিদ্যমান। শুধুমাত্র একটি বিষয় পরীক্ষা করে দেখতে পারিনি। আজ তাও পেয়ে গেলাম। আমি তাওরাতে পেয়েছিলাম, "শেষ নবীর ধৈর্য্য ক্রোধের উপরে জয়লাভ করবে।" আমি সময়ের আগেই ঋন নিতে এসেছি, আবার মুহাম্মদের ﷺ সাথে খারাপ ব্যবহারও করেছি। কিন্তু তিনি এতটুকুও রাগ করেননি। বরং আরো বদান্যতা দেখিয়েছেন বেশি দিয়ে। হে ওমর! আমি পাওনা খেজুর নিতে আসিনি। বরং শেষ নবীর ধৈর্য্যের পরীক্ষা নিতে এসেছিলাম। ঐ পাওনা খেজুর আমি আল্লাহর রাস্তায় গরীব সাহাবীদের জন্য সদকাহ করে দিলাম। চলুন আমাকে নবিজীরﷺ কাছে নিয়ে চলুন।" এই বলে তিনি নবীজীরﷺ কাছে এসে কালিমা শাহাদাৎ পড়ে মুসলমান হয়ে গেলেন।
পরবর্তীতে তিনি একজন উত্তম সাহাবী হিসেবে জীবন কাটান এবং তাবুকের যুদ্ধে শহীদ হন।(সহিহ ইবনে হিব্বান, ১/৫২১, ইমাম তাবরানী ফি মুজামিল কাবির
৫/২২২, মুসতাদরাকুল হাকিম, ৩/৬০৪)
( মুসলিমদের স্বর্ণালি ইতিহাস)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন