বাংলাদেশ বার্তা ডেস্কঃ একটি আরবি গানকে বাংলায় কাব্যানুবাদ করার চেষ্টা করলাম।মন্তব্য ও পরামর্শ প্রত্যাশী....
বন্ধু তোমার এমন কী কোনো
গোপন আমল আছে?
যা কিছু কখনো হয় নি প্রকাশ
কোনো মানুষের কাছে।
জানো শুধু তুমি এবং জানেন
তোমার মহান রব—
সবার সকল খবর জানাটা
যার কাছে সম্ভব।।
জীবনে কখনো করেছো কী তুমি
এমন সাদাকা-দান,
যা কেউ জানে না কেবল জানেন
আল্লাহু সুবহান।
যার করুণায় খেয়ে-পরে বাঁচে
এই পৃথিবীর সব।।
মধুময় কোনো গল্প আছে কী
হিসেবের সে খাতায়,
প্রভূর সামনে বলবে যা খুলে
জান্নাতী দরোজায়।
যেখানে ফুলের সৌরভ আর
পাখিদের কলরব।।
.
২৮।০৮।২০
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন