* দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা*

ইসলামী ব্যাংক দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র * সকল প্রকার একাউন্ট খুলতে * * টাকা জমা করতে * টাকা উঠাতে * * বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর টাকা বোনাসসহ উঠাতে * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে আসুন। * * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা* * প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01711-458151* 01700-925241*

শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

গ্রাম ডাক্তার মোঃ সারোয়ারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ


বাংলাদেশ বার্তা ডেস্কঃ গ্রাম ডাক্তার মোঃ সারোয়ারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি।

বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির ঢাকা জেলার ডেমরা থানা শাখার সদস্য গ্রাম ডাক্তার মোঃ সারোয়ার আজ ই‌ন্তেকাল করেছেন(ইন্না‌লিল্লা‌হি ওয়া ইন্নাইলাইহি রা‌জিউন)।
তাঁর এই মৃত‌্যু‌তে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি গ্রাম ডাক্তার আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার আবু ইউসুফ খান বাদল গভীর শোক প্রকাশ করে এক যৌথ বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন ও তাঁর রূহের মাগফেরাত কামনা করছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা.

  বাংলাদেশ বার্তা ডেস্কঃ  প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাক...