* দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা*

ইসলামী ব্যাংক দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র * সকল প্রকার একাউন্ট খুলতে * * টাকা জমা করতে * টাকা উঠাতে * * বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর টাকা বোনাসসহ উঠাতে * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে আসুন। * * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা* * প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01711-458151* 01700-925241*

বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

ঢাকা চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থানে মসজিদে নামাজ না পড়তে পেরে ক্ষুদ্ধ মুসল্লীরা

 

বাংলাদেশ বার্তা ডেস্কঃ করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সরকার দ্বিতীয় সপ্তাহের অর্থাৎ ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল কঠোর থেকে কঠোর লক-ডাউন ঘোষণা করেছে। 

অপর দিকে বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের বহুকাংখিত, বহুপ্রত্যাশিত  পবিত্র রজান মাস ও শুরু হয়েছে ১৪ এপ্রিল থেকে। পুরো একমাস ব্যাপী রোজা পালন শেষে রয়েছে, ঈদুল ফিতর। এই মাসে মুসলমানদের ধর্মীয় তৎরপতা অনেকাংশে বেড়ে যায়। করোনা পরিস্থিতির কারণে সরকার মসজিদগুলিকে গড়ে মাত্র ২০ জনকে প্রবেশ করে নামাজের অনুমোদন দিয়েছেন।  

প্রতি বচরের ন্যায় এ বছরও সাধারণ মুসল্লীগন স্বাস্থ্যবিধি মেনে ৫ ওয়াক্ত মসজিদে গিয়ে জামায়াতের সাথে নামাজ আদায় করতে চায়। 

চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকার জামে মসজিদ জহুর নামাজের সময় মসজিদ কতৃপক্ষ খুলে না দেয়ায় উপস্থিত বিক্ষুদ্ধ শতাধিক মুসল্লী মসজিদের বাহিরেই জহুর নামাজ আদায় করেন।

আজ প্রথম রমজান (বুধবার) জহুর নামাজের জন্য অন্যান্য দিনের মত অন্যান্য মসজিদের পাশাপাশি চান্দগাঁও আবাসিক এলাকার জামে মসজিদ জহুর নামাজের  আযান দেয়া হয়। এই মসজিদের মুসল্লীদের একটি অংশ মসজদি েপ্রবেশ করার জন্য এগিয়ে কিন্তু মসজিদ কতৃপক্ষ দরজা খলে না দেয়ায় মুসল্লীরা মসজিদের প্রবেশ করতে পারে নাই। কতৃপক্ষের একজন সদস্যকে পাওয়া গেলে তিনি দরজা খুলতে রাজি হননি। তিনি বলেন, দরজা  ‍খুললে মসজিদে মুসল্লীর ঢল সামলানো যাবে না। এই পরিস্তিতি দায় কে নিবে।

উপস্থিত মুসল্লীরা কতৃপক্ষ এবং রমজান মাসে সরকারের  মসজিদের বিষয়ে এমন   সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, করোনা-19 একটি গজব। এই গজব থেকে বাঁচতে অন্যান্য স্বাস্থ্যবিধি মানার সাথে সাথে মহান আল্লাহর সাহায্যের জন্য তার কাছে বেশিবেশি ধরনা দিতে হবে। এমনিতেই রমজান মাস গুনাহ মাপের মাস।  এই সময় মসজিদে বসে মহামারী করোনাসহ সকল প্রকার সমস্যা থেকে বাচাঁর জন্য  মহান আল্লাহর দরবারে হাজির হয়ে এবাদত-বন্দিগীর পাশাপাশি গুনাহ মাপের জন্য একটি বড় সুযোগের মাস এই রমজান।  

মুসল্লীরা আরো বলেন, এই মসজিদে বিভিন্ন ইদ উৎসবে ১০ হাজারের অধিক মুসল্লী এবাদত-বন্দেগী করে। সেখানে মাত্র ২০জন মুসল্লীর অনুমোদন ?

তারা বলেন, সরকার নির্ধারিত সকল স্বাস্থ্যবিধি মেনেও  ২/৩ হাজার মুসল্লী এখানে নামাজ আদায় করতে  পারবে। বিষয়টি কতৃপক্ষসহ সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়।

মুসল্লীরা পরে তাদের মধ্য হতে একজনকে ইমাম করে জামায়াতের সাথে জহুর নামাজ আদায় করেন।

মসজিদ না খুলে দেয়ায় রাস্তায় মসজিদের সামনে নামাজ আদায় করছে অপর েএকটি মসজিদে লিংকে ক্লিক করে দেখুন।

মানুষের প্সারতিক্রারিয়া দেখুন এই লিংকে পৃথিবীর সব চলছে ,,,, শুধু মাএ মসজিদ বন্ধ ।।

শহরের কিছু কিছু মহল্লায় এমনকি বাড়ির ছাদের মুসলিম জনগোষ্ঠী এই রমজানে নামাজ আদায়ের ব্যবস্থা করে নিয়েছে।

চট্টগ্রামের নাজির বাড়ি অপর একটি মসজিদের মুসল্লীগণ সরকারের নিকট মসজিদে স্বাস্থ্য বিধি মেনে ধারণ ক্ষমতা অনুযায়ী বেশি সংখ্যক মুসল্লীকে নামাজ আদায়ের সুযোগ দানের দাবী করছেন।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা.

  বাংলাদেশ বার্তা ডেস্কঃ  প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাক...