* দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা*

ইসলামী ব্যাংক দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র * সকল প্রকার একাউন্ট খুলতে * * টাকা জমা করতে * টাকা উঠাতে * * বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর টাকা বোনাসসহ উঠাতে * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে আসুন। * * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা* * প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01711-458151* 01700-925241*

বুধবার, ১৪ জুলাই, ২০২১

বাজারে যেসব ওষুধ আছে, সেখান থেকে নমুনা সংগ্রহ করে ল্যাব টেস্ট করা হোক

 

বাংলাদেশ বার্তা: বাজারে যেসব ওষুধ আছে, সেখান থেকে নমুনা সংগ্রহ করে ল্যাব টেস্ট করা হোক বার্তা বাংলাদেশ
বাংলাদেশ বার্তা ডেস্কঃ স্কয়ার ফার্মার একটি ইঞ্জেকশন সেফট্রন ১ গ্রাম-এর দাম ১৯০ টাকা। একই ইঞ্জেকশন হেলথ কেয়ার ফার্মার অরিসেফ ১ গ্রাম-এর দাম ৩২০ টাকা। ঠিক একই ইঞ্জেকশন রেডিয়ান্ট ফার্মার রফেসিন ১ গ্রাম-এর দাম ৪১৫ টাকা।

হয় স্কয়ার ফার্মা নিম্মমানের কাঁচামাল দিয়ে ইঞ্জেকশন বানাচ্ছে অথবা রেডিয়ান্ট ফার্মা বেশি লাভে মার্কেটে মাল ছাড়ছে...! রেডিয়ান্ট কোম্পানির বক্তব্য- আমরা মাল্টিন্যশনাল কোম্পানি, কিন্তু ওষুধ বানায় গাজীপুরে।

নিউরো বি স্কয়ার বিক্রি করছে প্রতি ট্যাবলেট ৮ টাকা করে; সেই ওষুধ জিস্কা ফার্মা নিউবিন বিক্রি করছে ৫ টাকায়।

সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে- ১ গ্রাম সেফট্রন ভালো মানের কাঁচামাল দিয়ে প্রস্তুত করতে খরচ পড়ে ২০ থেকে ৩০ টাকা আর সেই ইঞ্জেকশন ভোক্তার হাতে যেতে দাম পড়ে ১৯০ থেকে ৪১৫ টাকা।

একটা এজিথ্রোমাইসিন ৫০০ মিলিগ্রাম ট্যাব প্রস্তুত করে ফ্যাক্টরি থেকে বের হলে দাম পড়ে মাত্র ৩ টাকা। সেই এজিথ্রোমাইসিন ৫০০ মিগ্রা-কে ভোক্তার কিনতে হয় ৩৫ টাকা/৫৫ টাকায়।

একেক কোম্পানি একেক ধরনের টেকনোলজি ব্যবহার করে এবং একেক কোম্পানি একেক সোর্স থেকে কাঁচামাল সংগ্রহ করে। বাস্তবে তারা সঠিক কাঁচামাল দিয়ে বানাচ্ছে তো?

বাজারে যেসব ওষুধ আছে, সেখান থেকে নমুনা সংগ্রহ করে ল্যাব টেস্ট করা হোক। তারা ১ গ্রাম ইঞ্জেকশন-এর স্থানে ৮৯০ মিলিগ্রাম দেয়নি তো? .

©শাহীদুল হক চৌধুরী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা.

  বাংলাদেশ বার্তা ডেস্কঃ  প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাক...