* দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা*

ইসলামী ব্যাংক দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র * সকল প্রকার একাউন্ট খুলতে * * টাকা জমা করতে * টাকা উঠাতে * * বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর টাকা বোনাসসহ উঠাতে * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে আসুন। * * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা* * প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01711-458151* 01700-925241*

রবিবার, ২৬ জুলাই, ২০২০

না‌জের চৌধুরী ইন্তেকালে আবদুল হান্নান চ্যেধুরীর শোক প্রকাশ

বাংলাদেশ বার্তা ডেস্কঃ উত্তর কাট্টলী পন্ড‌ি‌ত বাড়ী নিবাসী মরহুম মোস‌লেম উদ্দীন চৌধুরীর ২য় পুত্র আবদুল হান্নান ছৌধুরীর চাচাত ভাই মোঃ না‌জের চৌধুরী গত রাত ১টার সময় নিজ বাস ভব‌নে ইন্ত‌ে‌কাল ক‌রে‌ছেন।ইন্না‌ লিল্লাহি ওয়া ইন্না ইলাই‌হি রা‌জিউন।
আজ(২৭ জুলাই) দুপুর ২টার সময় বাইতুল মোকাদ্দাস জা‌মে মস‌জি‌দে মরহু‌মের নামা‌জে জানাজা অনুষ্ঠ‌িত হবে। চাচাতো ভাই’র ইন্তেকালে আবদুল হান্নান চ্যেধুরী গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন। তিনি শোক বার্তায় মরহুম নাজের চৌধুরীর রূহের মাগফিরাত কামনা করে বলেছেন, মহান আল্লাহ তা‌কে জান্নাতবাসী করুন।আ‌মিন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
এ ছাড়াও জাহেদুল ইসলাম চ্যেধুরী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন্ আরো যারা শোক প্রকাশ করেছেন, আবু হানিফা মোহাম্মদ নোমান, বেলাল উদ্দিন, মুহাম্মদ সাজেদ আহমেদ, মোহাম্মদ শাহ্ জাহান, এডভোকেট আরিফুর রহমান, এসকান্দার মির্জা, আকতারুল ইসলাম আপ্পি, টি. হাসান শাওন, এ.কে. রাফি, শেখ মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা.

  বাংলাদেশ বার্তা ডেস্কঃ  প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাক...