* দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা*

ইসলামী ব্যাংক দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র * সকল প্রকার একাউন্ট খুলতে * * টাকা জমা করতে * টাকা উঠাতে * * বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর টাকা বোনাসসহ উঠাতে * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে আসুন। * * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা* * প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01711-458151* 01700-925241*

বুধবার, ১২ আগস্ট, ২০২০

গানের কবিতা : এখানে জীবনের মেরামত করা হয় - চৌধুরী গোলাম মাওলা

বাংলাদেশ বার্তা ডেস্কঃ (1985 সাল। চট্টগ্রাম মেডিকেল কলেজের নবীন বরণ অনুষ্ঠানে তাৎক্ষণিকভাবে গেয়েছিলাম এই গানটির মুখ ও অস্থায়ী অংশ। সেদিন তা অনুষ্ঠানের আবহ সঙ্গীত হিসাবে পরিবেশন করেছিলাম। আজ দিলাম তার পূর্ণরূপ। আলহামদুলিল্লাহ।)

এখানে হাসপাতাল
এখানে জীবনের মেরামত করা হয়
এখানে হাসপাতাল..
জীবন ঘষে বাঁচাতে জীবন
অবিরাম রুদ্ধ প্রয়াস
কারো সূর্য যায় অস্ত
কারো বা আসে নতুন সকাল
এখানে হাসপাতাল ।।
এখানে ধনি আসে
এখানে গরিব আসে
কেউ হাসে আর কেউবা
চোখের জলে ভাসে
কাতর ধ্বনি কান্না হাহাকার
হাসি বেদনা সবই একাকার
দিবারাত্রির একই দৃশ্য
থামবে কি কোনো কাল ?
এখানে হাসপাতাল ...
এই যে হাসপাতাল নীরবে
দাঁড়িয়ে রয়
আকাশ পানে চেয়ে চেয়ে শুধু
তার করুনার ভরসায়
এখানে জীবনের মেরামত করা হয়
এখানে হাসপাতাল ...
নামি ডাক্তার দামি ঔষধ
বিরল কত যে পথ্য !
চলে দৌড়ঝাঁপ যা কিছু সাধ্য
যমে ও মানুষে রশি টানাটানি
কী অনিশ্চিত যুদ্ধ !
হাসির ফোয়ারা ফুটবে
কারো-বা চোখে মুখে
ব্যথার অশ্রু বইবে
কারো ভেজা নিঃশ্বাসে
কোথাও জমবে প্রেম হাসি মেলা
কারোবা সাঙ্গ জীবনের খেলা
এমনই একদিন মৃত্যুতে ক্ষয়
কে রাখে সেই খেয়াল ?
এখানে হাসপাতাল ...
এই যে হাসপাতাল নীরবে
দাঁড়িয়ে রয়
জীবন ও মৃত্যুর তিনিই মালিক
আল্লাহু দয়াময়
এখানে জীবনের মেরামত করা হয়।
এখানে হাসপাতাল ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা.

  বাংলাদেশ বার্তা ডেস্কঃ  প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাক...