* দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা*

ইসলামী ব্যাংক দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র * সকল প্রকার একাউন্ট খুলতে * * টাকা জমা করতে * টাকা উঠাতে * * বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর টাকা বোনাসসহ উঠাতে * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে আসুন। * * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা* * প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01711-458151* 01700-925241*

রবিবার, ১৬ আগস্ট, ২০২০

কব‌রের আড্ডা: ‌ আব্দুল হান্নান চৌধুরী

 

বাসরটা‌কে ফু‌লে ফু‌লে সাজা‌বে ব‌লে

কত আ‌য়োজন, কত কল্পনা দিন রাত,
কখ‌নো কি ভে‌বেছ‌ো,কব‌রের জীব‌নে
‌কেমন হ‌বে ‌তোমার সে‌ই প্রথম রাত।
মৃত্যু এক‌দিন এ‌সে দি‌বে দুয়া‌রে হানা
বাঁচ‌বেনা এর থে‌কে কেহ,
জীবন প্রদীপ নি‌ভে যা‌বে চিরত‌রে
নীরব নিথর প‌ড়ে র‌বে এই দেহ।
কবর পাড়ের এ‌কে এ‌কে সবাই
নি‌বে চিরত‌রে বিদায়,
একা প‌ড়ে র‌বে তু‌মি কব‌রে
‌কো‌নো সঙ্গ‌ি পা‌বেনা সেথায়।
ফে‌রেশতা এ‌সে বল‌বে তোমায়
‌লিখ তোমার পাপ পূণের হিসাব,
বল‌বে তু‌মি, নাই খাতা কলম কা‌লি
‌কিভা‌বে লি‌খি এতসব হিসাব।
‌ফে‌রেশতা বল‌বে, কাফ‌নের কাপড় ছি‌ড়ে
বানাও তে‌ামার হিসা‌বের খাতা,
আঙ্গুল‌ বানি‌য়ে কলম, থুথু‌র কা‌লি‌তে
‌লিখে যাও তোমার জীব‌নের হালখাতা।
এ‌কে এ‌কে লি‌খে যা‌বে তু‌মি
পাপ পূণের ‌হিসাব যতটা ,
নি‌জের হা‌তে লি‌খে যা‌বে সব
বাদ যা‌বেনা তার ছি‌টে ফোটা।
ফেরেশতা ব‌লবে সিল মা‌রো ত‌বে
‌তোমার লিখা আমল নামায়,
ন‌খের আঁচ‌ড়ে ক‌রো তা তু‌মি
এটাই তোমার একমাত্র উপায়।
‌নি‌জের আম‌লের নি‌জে স্বাক্ষী হ‌য়ে
স্বাক্ষর কর‌বে তু‌মি আমল নামায়,
লি‌খিত আমল নামা গলায় ঝু‌লি‌য়ে
‌ফে‌রেশতা নে‌বে ত‌বে চির বিদায়।
মুনকার ন‌কির ফে‌রেশতা এ‌সে
বস‌বে তোমার শিয়‌রে,
‌তিন‌টি প্রশ্ন জিজ্ঞা‌সিত হ‌বে
উত্তর দি‌তে হ‌বে সব বরাব‌রে।
‌দু‌নিয়ার জীব‌নে ক‌রেছ‌ো যা নেক আমল
কব‌রে হ‌বে তা তোমার জ্ঞা‌তি,
‌কিয়ামত পর্যন্ত থাক‌বে সে সা‌থে
‌হয়ে তোমার মহান সা‌থী।
‌নেককার বান্দা সব একসা‌থে হ‌য়ে
আডড্ডা জমা‌বে সবাই কব‌রে,
‌কেয়ামত পর্যন্ত থাক‌বে সবাই সেথায়
‌চির সুখ জান্না‌তের অ‌পেক্ষা ক‌রে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা.

  বাংলাদেশ বার্তা ডেস্কঃ  প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাক...