রাত পোহালো ফরজ এলো
ডাকছে মোয়াজ্জেম
ঘুমের চেয়ে সালাত বড়
কায়েম কর দ্বীন,
অজু করে কাপড় পরে
মসজিদেতে যায়
আল্লাহ্ হলেন সবার বড়
তার বড় কেউ নাই,
দিনের পরে রাত আসে ভাই
রাতের পরে দিন
সব কিছুর মালিক হলেন
রাব্বুল আলামিন,
তাওহীদের ঐ ছবক নিয়ে
আয়রে সবে আয়
মোয়াজ্জেন ডাক দিয়েছে
সময় চলে যায়,
সালাত রোজা ছেড়ে যারা
রাস্তা ঘাটে হাটে
দেখতে বাবু বড়ই চালাক
বুঝবে হাশর মাঠে,
বিচার দিনে দেখবে তারা
পাবে সেদিন সাজা
হিসেব বিনে চলে যাবে
দোজখের নিচতলা,
কাঁদার জায়গা কেঁদে যদি
নাইবা যেতে পারো
কুল পাবেনা সে জগতে
যতই কাঁদা কাঁদো,
সাপ বিচ্ছুর জ্বালারে ভাই
করবে জ্বালা পোড়া
শাস্তির শেষ নাইরে
চিন্তা করো তাই,
এখনও ভাই সময় আছে
আল্লাহ্ ডাকো
সালাত রোজা হজ্জ যাকাত
আদায় করো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন