বাংলাদেশ বার্তা ডেস্কঃ আমার প্রতিবেশীর হক কি? একজন সাহাবীর এমন প্রশ্নের জবাবে প্রিয় নবী হযরত মুহাম্মদ(সঃ) বললেন,
১। প্রতিবেশী তোমার সাহায্য চাইলে তাকে সাহায্য করবে।
২। সে তোমার কাছে ধার চাইলে তাকে ধার দিবে।
৩। সে অভাবগ্রস্থ হলে তাকে সাহায্য করবে।
৪। সে অসুস্থ হলে তার শুশ্রুষা করবে।
৫। তার মৃত্যু হলে জানাজাতে যোগ দিবে।
৬। তার সুসংবাদে সন্তোষ প্রকাশ করবে।
৭। তার অনুমতি ব্যাতিত তোমার গৃহ এতা উঁচু করবেনা যাতে তার বাড়িতে বাতাস প্রবেশ করতে বাধা পায়।
৮। তাকে যন্ত্রণা দেবেনা।
৯। যদি কোন ফল ক্রয় করো তবে তাকে কিচু দেবে। যদি ন িদাও তবে গোপনে ঘরে নিয়ে যাবে এবং তোমার সন্তাদের তা বাইরে নিয়ে যেতে দিবেনা। যাতে তার সন্তানদের রাগ না জন্মায়।
-মিশকাত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন