বাংলা আমার মায়ের ভাষা
ভোরের পাখির গান,
ফাগুন হাওয়ায় গাছের ডালে
কুহু কোকিলের তান।
ফাগুন হাওয়ায় গাছের ডালে
কুহু কোকিলের তান।
বাংলা আমার শিশুর মুখে
আধো আধো বোল,
রোজ সকালে কান্না ভেজা
মায়ের কোলে দোল।
আধো আধো বোল,
রোজ সকালে কান্না ভেজা
মায়ের কোলে দোল।
বাংলা আমার গাছে গাছে
কৃঞ্চচূড়ার দোল,
হৃদয় মাঝে আজো বাজে
বায়ান্নের ঢাক ঢোল।
কৃঞ্চচূড়ার দোল,
হৃদয় মাঝে আজো বাজে
বায়ান্নের ঢাক ঢোল।
বাংলা আমার সেরা ভাষা
জগত জুড়ে যার সুনাম,
রক্তে কেনা অর্জন কভু
দেবনা হতে ম্লান।
জগত জুড়ে যার সুনাম,
রক্তে কেনা অর্জন কভু
দেবনা হতে ম্লান।
বাংলা ভাষার জন্য যারা
দিয়ে গেল প্রাণ,
আল্লাহ তাদের কবুল করুক
করুন জান্নাত দান।
দিয়ে গেল প্রাণ,
আল্লাহ তাদের কবুল করুক
করুন জান্নাত দান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন