* দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা*

ইসলামী ব্যাংক দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র * সকল প্রকার একাউন্ট খুলতে * * টাকা জমা করতে * টাকা উঠাতে * * বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর টাকা বোনাসসহ উঠাতে * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে আসুন। * * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা* * প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01711-458151* 01700-925241*

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০

মা‌য়ের ভাষা: আব্দুল হান্নান চ‌ৌধুরী



বাংলা আমার মা‌য়ের ভাষা
‌ভো‌রের পা‌খির গান,
‌ফাগুন হাওয়ায় গা‌ছের ডা‌লে
কুহু কোকি‌লের তান।
বাংলা আমার শিশুর মু‌খে
আধ‌ো আ‌ধো বোল,
‌রোজ সকা‌লে কান্না ভেজা
মা‌য়ের কো‌লে দোল।
বাংলা আমার গা‌ছে গা‌ছে
কৃঞ্চচূড়ার দোল,
হৃদয় মা‌ঝে আ‌জো বা‌জে
বায়ান্ন‌ে‌র ঢাক ঢ‌োল।
বাংলা আমার সেরা ভাষা
জগত জু‌ড়ে যার সুনাম,
রক্ত‌ে কেনা অর্জন কভু
‌দেবনা হ‌তে ম্লান।
বাংলা ভাষার জন্য যারা
‌দি‌য়ে গেল প্রাণ,
আল্লাহ তা‌দের কবুল করুক
করুন জান্নাত দান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা.

  বাংলাদেশ বার্তা ডেস্কঃ  প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাক...