* দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা*

ইসলামী ব্যাংক দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র * সকল প্রকার একাউন্ট খুলতে * * টাকা জমা করতে * টাকা উঠাতে * * বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর টাকা বোনাসসহ উঠাতে * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে আসুন। * * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা* * প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01711-458151* 01700-925241*

সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০

যে সকল সৌভাগ্যবান ব্যক্তিদের জন্য ফেরেস্তারা দোয়া করেন।


১. অজু অবস্থায় ঘুমানো ব্যক্তিগণের জন্য।
২. নামাজের অপেক্ষায় মসজিদে অবস্থানকারীগণের জন্য
৩. প্রথম কাতারের নামাজীবৃন্দের জন্য
৪. কাতারের ডান পার্শ্বের মসল্লিবৃন্দের জন্য
৫. নামাজের কাততারে পরস্পরে মিলিতভাবে দাঁড়ানো ব্যক্তিগণের জন্য
৬. ইমাম সূরা ফতিহা শেষ করার সময় জামাতে উপস্থিত মুসল্লিগণের জন্য
৭. নামাযান্তে নামাযের স্থানে বসে থাকা ব্যক্তিগণের জন্য
৮. জামাতের সাথে ফজর ও আসর নামায আদায়কারীগণের জন্য
৯. কুরআন খতমকারীগণের জন্য
১০. নবী (সাঃ)-র ওপর  দরূদ পাঠকারীগণের জন্য
১১. এমন অনুপস্থিত মুসলমান যাদের জন্য দোয়া করা হয়
১২. অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়াকারীগণের জন্য
১৩. কল্যাণের পথে ব্যয়কারীগণের জন্য
১৪. রোজার সাহরী ভক্ষণকারীগণের জন্য
১৫. এমন রোজাদার ব্যাযক্দেতিদের জন্য, যাদের সাম্মুখে পানাহার করা হয়
১৬. রোগী পরিদর্শনে গমনকারী ব্যক্তিগণের জন্য
১৭. যারা রোগীর নিকট উত্তম কথা বলেন, তাদের জন্য
১৮. যারা মৃত ব্যক্তির নিকট উত্তম কথা বলেন, তাদের জন্য
১৯. যারা লোকদেরকে উত্তম কথা শিক্ষা দেন, তাদের জন্য
২০. ঈমান আনয়নকারী, তওবাকারী ও আল্লাহর পথের অনুসারী এবং তাদের সৎকর্মশীল আত্মীয়গণের জন্য

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা.

  বাংলাদেশ বার্তা ডেস্কঃ  প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাক...