বাংলাদেশ বার্তা ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার KYUNG HEE UNIVERSITY Computer Engineering এ Phd ডিগ্রী অর্জন করায় মুহাম্মদ আজহার উদ্দিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন।
চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী পন্ডিত বাড়ির নিবাসী আক্তার উদ্দিন চৌধুরী’র একমাত্র ছেলে মুহাম্মদ আজহার উদ্দিন দক্ষিণ কোরিয়ার KYUNG HEE UNIVERSITY Computer Engineering এ Phd ডিগ্রী অর্জন করায় স্থানীয় পন্ডিত বাড়ি সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে।
পন্ডিত বাড়ি সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করেন জনাব মুহাম্মদ আব্দুল হান্নান চৌধুরী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন