* দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা*

ইসলামী ব্যাংক দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র * সকল প্রকার একাউন্ট খুলতে * * টাকা জমা করতে * টাকা উঠাতে * * বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর টাকা বোনাসসহ উঠাতে * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে আসুন। * * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা* * প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01711-458151* 01700-925241*

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

হাফেজ আবদুল খালেকের ইন্তেকালে আল-আমীন সমাজকল্যাণ ট্রাস্ট নেতৃবৃন্দের শোক প্রকাশ

বাংলাদেশ বার্তা ডেস্কঃ নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার পূর্ব চনপাড়া জামে মসজিদের সাবেক পেশ ইমাম হাফেজ আবদুল খালেক ২৩ জুলাই ২০২০ তারিখ দুপুর বেলা বার্ধ্ক্য জনিত কারণে ইন্তেকাল করেন। 
মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রয় ৮২ বছর। 
হাফেজ আবদুল খালেকের ইন্তেকালে স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন আল-আমীন সমাজ কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে একটি য়ৌথ বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বলেন, মরহুম আবদুল খালেক এর ইন্তেকালে এলাকাবাসী একজন ইসলামের খাদেমকে হারালেন। নেতৃবৃন্দ আরো উল্লেখ করেন, মহান আল্লাহ যেন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে, তার বালো কাজগুলোকে কবুল করে তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন। নেতৃবৃন্দ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বাদ এশা মরহুমের নামাজে জানাজা স্থানীয় জামে মসজিদ প্রঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা.

  বাংলাদেশ বার্তা ডেস্কঃ  প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাক...