* দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা*

ইসলামী ব্যাংক দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র * সকল প্রকার একাউন্ট খুলতে * * টাকা জমা করতে * টাকা উঠাতে * * বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর টাকা বোনাসসহ উঠাতে * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে আসুন। * * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা* * প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01711-458151* 01700-925241*

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০

করোনায় করুণা! - ড. ফরিদ এ সোবহানী

বাংলাদেশ বার্তা ডেস্কঃ মিশরের এক সাবেক সাংসদ করোনাকে ঘৃণা না করতে বলেছেন! তার দৃষ্টিতে করোনা মানবজাতির জন্য আশীর্বাদস্বরূপ। বিষয়টি চিন্তার জগতে নাড়া দেয়ার মত। আমার ভাবনাগুলো ছন্দে ছন্দে প্রকাশের চেষ্টা করেছি। আমার বিশ্বাস এ কবিতাটিতে চিন্তার খোরাক রয়েছে। মহান রব আমাদের সকল ভালো প্রচেষ্টাকে কবুল করুন। আমীন।
করোনায় করুণা!
- ড. ফরিদ এ সোবহানী
করোনা তোমায় করুণা রয়েছে
অদৃশ্য শক্তির মত
তোমার আগমন হুশ ফিরিয়েছে
চিন্তাশীলদের যত।
শয়তানের খপ্পরে পড়ে মোরা
গড়েছি পাপের পাহাড়
তোমার আগমনে ভীত সন্ত্রস্ত তাই
প্রভু যেন কাহ্হার!
কাবা বন্ধ মসজিদ বন্ধ
বন্ধ কী দরজা তওবার!
তোমার আগমন শেখাবে নিশ্চয়ই
ক্ষমা মাগিবার।
জাহান্নামের কিনারায় বসে
চলছে জুলুম পাপাচার
আঘাত হানো আশীর্বাদে
সত্যকে চিনবার।
বিজ্ঞানের অসহায়ত্ব দেখেছি
জেনেছি কোয়ারেন্টিন
তোমার আগমনে নিরুপায় সবাই
আমেরিকা ইতালি চীন।
ক্ষমতা দেখেছি দাপট দেখেছি
সারা বিশ্ব জুড়ে
তোমার আতঙ্কে সবাই এখন
'ইয়া-নাফসি ইয়া-নাফসি' করে।
তুমি দেখিয়েছো শৃঙ্খলা
শিখিয়েছো শিষ্ঠাচার
হাঁচি কাশি নয় শুধু
সংশোধিতে মানবতা অনাচার।
কোরআন শরিফ সেরা গ্রন্থ
পড়িনি নিয়মিত
তোমার আগমনে বিশ্ব মুসলিম
কাঁদছে অবিরত।
গভীর রজনীতে খুঁজে ফিরি এখন
সারা জাহানের প্রভু
চোখে আঙুল দিয়ে প্রভুত্ব দেখিয়েছো
চিন্তা করিনি কভু। ‌
তোমার আগমন ভাবিয়ে তুলেছে
কিসের বাড়ি গাড়ি
নারী পুরুষের কোথায় আকর্ষণ
লাশ যে সারি সারি!
অন্যায় অবিচার চলছে সদা
কে করে তা বর্জন!
অশ্লীলতার চরমে মোরা
তাইতো গজবী গর্জন।
জানিনা কত ভালো মানুষ
শিকার করোনায়
ক্ষমা করো তাদের করোনার স্রষ্টা
তোমার করুণায়।
জানি তুমি কার ইশারায়
নিচ্ছো তাজা প্রাণ
অচিরেই তোমার বিদায় হবে করোনা
আল্লাহ মেহেরবান।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা.

  বাংলাদেশ বার্তা ডেস্কঃ  প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাক...