* দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা*

ইসলামী ব্যাংক দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র * সকল প্রকার একাউন্ট খুলতে * * টাকা জমা করতে * টাকা উঠাতে * * বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর টাকা বোনাসসহ উঠাতে * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে আসুন। * * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা* * প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01711-458151* 01700-925241*

শনিবার, ২১ নভেম্বর, ২০২০

চান্দগাঁও‘র খোলাপাড়ায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ

 

বাংলাদেশ বার্তা ডেস্কঃ গাউসিয়া কমিটির উদ্যোগে ও ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম লায়ন্স ক্লাবের সার্বি ক সহযেগিতায় ৪ নং চান্দগাঁও ওয়ার্ডের খোলাপাড়ায় কম্বল (শীতবস্ত্র)  বিতরণ করা হয়।

শনিবার (২১ নভেম্বর ২০২০) চান্দগাঁও এর খোলা পাড়ায় সানোয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে বিনামূল্য খতনা ক্যাম্প, চক্ষু চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা ও করোনা সু রক্ষা সামগ্রী এবং (শীতবস্ত্র) ১০০ পিচ কম্বল বিতরন করা হয়।

খোলাপাড়া মসজিদের মোতোয়াল্লী আলহাজ্ব মোহাম্মদ ইউনুচ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া বাংলাদেশ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশিনার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং চান্দগাঁও ওয়ার্ড’র সাবেক কাউন্সিলর সাইফুদ্দিন থালেদ সাইফু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলহাজ্ব মোহাম্মদ আব্দুল্লাহ, আবু নাসের মোঃ রনি, বিশিষ্ট সমাজকর্মী মুহাম্মদ আব্দুল হালীম লা্য়ন্স ক্লাব ও গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা.

  বাংলাদেশ বার্তা ডেস্কঃ  প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাক...