* দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা*

ইসলামী ব্যাংক দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র * সকল প্রকার একাউন্ট খুলতে * * টাকা জমা করতে * টাকা উঠাতে * * বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর টাকা বোনাসসহ উঠাতে * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে আসুন। * * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা* * প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01711-458151* 01700-925241*

বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯

পাকিস্তানে মদীনা সনদ চালুর ঘোষণা

বাংলাদেশ বার্তা ডেস্কঃ  যে কোন মূল্যে পাকিস্তানকে মদীনা সনদের আদলে গড়ে তোলার অঙ্গীকার করেছে ইমরান কানের সরকার। দেশটির ধর্মবিষয়ক ফেডারেল মন্ত্রী পীর নুরুল হক কাদেরী এ তথ্য জানান। গত ৬ অক্টোবর রোববার লাহোরে একটি অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তিনি বলেন, প্রথমবারের মতো কোন সরকার প্রধান পাকিস্তানে মদীন সনদ চালর কথা বলেছেন। পাকিস্তানে মদীনা সনদ চালু হবেই। খবর জিও নিউজের।
নুরুল হক কাদেরী বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান জাতিসংঘে দেয়া বক্তৃতায় কাশ্মীর ও খতমে নবুয়ত ইস্যূটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন। আন্তর্জতিক পরিমণ্ডলে তার এই বক্তৃতা খুবই ফলপ্রসূ হয়েছে। মন্ত্রী বলেন, দেশের কিছু ষড়যন্ত্রকারী খতমে নবৃয়তের নাম দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, এরা দেশের হিতাকাঙ্খী নয়, বরং দেশের জন্য অমঙ্গলজনক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা.

  বাংলাদেশ বার্তা ডেস্কঃ  প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাক...