* দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা*

ইসলামী ব্যাংক দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র * সকল প্রকার একাউন্ট খুলতে * * টাকা জমা করতে * টাকা উঠাতে * * বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর টাকা বোনাসসহ উঠাতে * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে আসুন। * * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা* * প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01711-458151* 01700-925241*

বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯

মার্কিন সংসদ সদস্য হয়েও কাজ করেন রেস্টুরেন্টে !

বাংলাদেশ বার্তা ডেস্কঃ বিশ্বের একটি উন্নত দেশের সংসদ সদস্য হয়েও রেস্টেুরেন্টের টেবিল পরিস্কার করা থেকে থালা-বাসন ধোয়াসহ যাবতীয় কাজ করেন আলেক্সান্দ্রিয়া ওকাসিও কোর্তেজ। অনেক আগে থেকেই কাজ করতেন জীবিকা অর্জনের জন্য। মার্কিন কংগ্রেসওমেন নির্বচিত হওয়ার পরও সেই কাজ ছাড়েন নি তিনি। খবর নিউইর্য়ক টাইমসের।

২৯ বছর বয়ষী আলেক্সান্দ্রিয়া বলেন, আমি জানুয়ারীতে কংগ্রেসে যোগ দেয়ার পর ওয়াসিংটন ডিসিতে চলে যাই। কিন্তু এখন আবার নিউইর্য়কে এস কাজে যোগ দিয়েছি। এখানে আমাকে প্রতি ঘন্টা কাজের জন্য ২ ডলার দেয়অ হয়। আমি চাই আমার মতো নিম্ন আয়ের মানষ কতটা কষ্ট করে জীবনযাপন করে তার প্রতি সবার মনোযোগ আকর্ষণ হোক।
প্রসঙ্গত, আলেক্সান্দিয়া মার্কি ন কংগ্রেসের সবচেয়ে কম বয়সী প্রতিনিধি। গত নভেম্বরে তিনি আমেরিকার ১২৯তম কংগ্রেসের সদস্য নির্বাচিত হন। গত নভেম্বরে মার্কিন গণমাধ্যম নিউইর্য়ক টাইমসকে দেয়া এক সাক্ষাতকারে টকার অভাবে বাসা ভাড়া দিতে পারছেন না জানিয়ে আলোচনায় এসেছিলেন ওকাসিও। সংসদের বেতন না পাওয়া পর্যন্ত ওয়াসিংটন ডিসিতে একটা অ্যাপার্টমেন্ট বাড়া নেয়ার মতো সামর্থ্য ছিল না তার। ১৯৮৯ সালের ১৩ অক্টোবর জন্ম গ্রহণ করা এ মার্কিন নারী আমেরিকার বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন। 

আলেক্সান্দ্রিয়ার বাবা ২০০৮ সালে ৪৮ বছর বয়সে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। তখন তিনি পরিবারের জন্য বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করেন। এক সময় তাকে প্রায়ই দিনে ১৮ ঘন্টা করে কাজ করতে তো।
খবর নিউইর্য়ক টাইমসের।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা.

  বাংলাদেশ বার্তা ডেস্কঃ  প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাক...