* দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা*

ইসলামী ব্যাংক দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র * সকল প্রকার একাউন্ট খুলতে * * টাকা জমা করতে * টাকা উঠাতে * * বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর টাকা বোনাসসহ উঠাতে * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে আসুন। * * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা* * প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01711-458151* 01700-925241*

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯

খোকার স্কুলে যাওয়া - আবদুল হান্নান চৌধুরী


খোকন সোনা উঠোলে সেই
ভোর থেকে কত চেঁচা মেঁচি,
দিক ফেরে দিক ফেরে
ঘুম থেকে সোনা উঠবে নাকি।
অবশেষে অলসেমি ঝেড়ে
ঠে সে সে মায়ের কাছে,
সকাল থেকে কত বায়না তার
মিঠাতে বে যা কিছু ছে।
এটা খাবেনা ওটা খাবেনা
সকালের নাস্তায় কত আব্দার,
আব্দার তার মিঠাতে বে
ছেড়ে আসা তা বড় দায় ভার।
কাপড় পর জুতা পর
এই নিয়ে গোটা ঘর সারা,
দিক সেদিক ঘুরে ফিরে
অবশেষে দেয় সে ধরা।
সর্দি জ্বরকে বরণ রে তবু
নিতে বে স্কুলে তাকে,
সন্তান কি বুঝবে কভু
বড় য়ে তার সেই মাকে।
তবুও কষ্ট রে যায় সে মা
সন্তানের একটু সুখের আশায়,
মাথার ঘাম পায়ে ফেলে সে
সারাদিন নিজেকে খাটায়।
প্রকাশঃ১০ ডিসেম্বর ২০১৯

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা.

  বাংলাদেশ বার্তা ডেস্কঃ  প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাক...