খোকন সোনা উঠো বলে সেই
ভোর থেকে কত চেঁচা মেঁচি,
এদিক ফেরে ওদিক ফেরে
ঘুম থেকে সোনা উঠবে নাকি।
ভোর থেকে কত চেঁচা মেঁচি,
এদিক ফেরে ওদিক ফেরে
ঘুম থেকে সোনা উঠবে নাকি।
অবশেষে অলসেমি ঝেড়ে
উঠে আসে সে মায়ের কাছে,
সকাল থেকে কত বায়না তার
মিঠাতে হবে যা কিছু আছে।
উঠে আসে সে মায়ের কাছে,
সকাল থেকে কত বায়না তার
মিঠাতে হবে যা কিছু আছে।
এটা খাবেনা ওটা খাবেনা
সকালের নাস্তায় কত আব্দার,
আব্দার তার মিঠাতে হবে
ছেড়ে আসা তা বড় দায় ভার।
সকালের নাস্তায় কত আব্দার,
আব্দার তার মিঠাতে হবে
ছেড়ে আসা তা বড় দায় ভার।
কাপড় পর জুতা
পর
এই নিয়ে গোটা ঘর সারা,
এদিক সেদিক ঘুরে ফিরে
অবশেষে দেয় সে ধরা।
এই নিয়ে গোটা ঘর সারা,
এদিক সেদিক ঘুরে ফিরে
অবশেষে দেয় সে ধরা।
সর্দি জ্বরকে
বরণ করে তবু
নিতে হবে স্কুলে তাকে,
সন্তান কি বুঝবে কভু
বড় হয়ে তার সেই মাকে।
নিতে হবে স্কুলে তাকে,
সন্তান কি বুঝবে কভু
বড় হয়ে তার সেই মাকে।
তবুও কষ্ট করে যায় সে মা
সন্তানের একটু সুখের আশায়,
মাথার ঘাম পায়ে ফেলে সে
সারাদিন নিজেকে খাটায়।
প্রকাশঃ১০ ডিসেম্বর ২০১৯
সন্তানের একটু সুখের আশায়,
মাথার ঘাম পায়ে ফেলে সে
সারাদিন নিজেকে খাটায়।
প্রকাশঃ১০ ডিসেম্বর ২০১৯
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন