২০১৮ থেকে ২০২০ পর্যন্ত মিছবাহ এর চিকিৎসা বাবদ ৪/৫ লক্ষ টাকা খরচ করা হয়েছে। এখনও ১০ থেকে ১২ লক্ষ টাকা লাগবে।
যা তার পরিবারের পক্ষে সম্ভব না, মিছবার বাবা নেই এমন কি কোন ভাই ও নেই। একমাত্র মা তিনি নিজেও এখন অসুস্থ।
এতোদিন আত্মীয়স্বজন এবং
এলাকার দানশীল ব্যক্তি এবং প্রবাসীদের সহোযোগিতায় সাধ্যমত চিকিৎসা চালিয়েছেন। এখন তা
ও সম্ভব হচ্ছে
না। প্রতি মাসে
দুইবার কেমোথেরাপী দিতে
হয়। যার ব্যায়
নিতান্ত ৮০
থেকে ৯০ হাজার
টাকা।
ঠিকানাঃ-
নামঃ- ছাদিকুর রহমান
মিছবাহ
গ্রামঃ- লতিব পুর
ডাকঃ- লতিব পুর
থানাঃ- ওসমানী নগর
উপজেলাঃ- ওসমানী
নগর
জেলাঃ- সিলেট।
মোবাইল নংঃ- ০১৭১১-৯৮৩৩২৬
সহযোগিতার জন্য
যোগাযোগ করতে
চাইলে সরাসরি এই
নাম্বারে যোগাযোগ করুন।
+88-01711-983326
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন