"আমার ফ্যামিলি যেন থাকে দুধেভাতে
বাকিরা মরিয়া যাক করোনার ঘাতে"*
দুই দিনে কিনিয়াছি চারমণ চাল
আশি কেজি আটা আর কুড়ি কেজি ডাল!
আরও কিছু ডাল কিনে করিব মজুদ
ষাট কেজি কিনিয়াছি প্যাকেটের দুধ!
তেল এত কিনিয়াছি – সব ঢালি যদি
নিমেষেই হয়ে যাবে কুশিয়ারা নদী।
লবণের বস্তাটা সস্তাই ছিল
ভাবা যায় পেয়ে গেছি ত্রিশ টাকা কিলো?
কিনিয়াছি চা-র পাতা, ঘৃত আর চিনি
মসলার গুঁড়াগুলি ঘুরে ঘুরে কিনি।
পেঁয়াজ-রসুন-আদা বস্তা ভরিয়া
কিনিয়াছি, দুর্দিন স্মরণ করিয়া।
বিস্কুট-চানাচুর-সেমাই আর ম্যাগি
কিনে কিনে ভরিয়াছি চিন-চার ব্যাগই!
আপাতত কিনিয়াছি চারশত ডিম
সামনের দিনে যদি খাই হিমশিম!
মাছ কিনে রাখিয়াছি ডিপ ফ্রিজে ভরে
খাওয়া যাবে দশজনে ছয়মাস ধরে।
সাধ ছিল পুরা গরু কিনে রাখি ফ্রিজে
পারি নাই সেটা ভেবে দুঃখিত নিজে!
মুদি শেষ এরপর ফার্মেসি যাব
সিভিট কিনব আমি যতগুলো পাব।
হ্যান্ড স্যানিটাইজার একশোটা আমি
অর্ডার দিয়া দিছি হোক যত দামি।
গ্যাসের ওষুধ আর অ্যামোডিস, নাপা
দশ বক্স কিনে নেব – এটা নয় চাপা!
কন্ডোম? হিসাবটা মিলাইয়া নিন
ছয়মাসে বাদ যাবে চব্বিশ দিন!
করোনায় মরি আর যাহাতেই মরি
ভাতের অভাবে আমি মরিব না, স্যরি!
আমার ফ্যামিলি যেন থাকে দুধেভাতে
বাকিরা মরিয়া যাক করোনার ঘাতে!
উৎসর্গঃ সকল মজুদমারানিকে।
___ব্রত রায়ের লেখা!
বাকিরা মরিয়া যাক করোনার ঘাতে"*
দুই দিনে কিনিয়াছি চারমণ চাল
আশি কেজি আটা আর কুড়ি কেজি ডাল!
আরও কিছু ডাল কিনে করিব মজুদ
ষাট কেজি কিনিয়াছি প্যাকেটের দুধ!
তেল এত কিনিয়াছি – সব ঢালি যদি
নিমেষেই হয়ে যাবে কুশিয়ারা নদী।
লবণের বস্তাটা সস্তাই ছিল
ভাবা যায় পেয়ে গেছি ত্রিশ টাকা কিলো?
কিনিয়াছি চা-র পাতা, ঘৃত আর চিনি
মসলার গুঁড়াগুলি ঘুরে ঘুরে কিনি।
পেঁয়াজ-রসুন-আদা বস্তা ভরিয়া
কিনিয়াছি, দুর্দিন স্মরণ করিয়া।
বিস্কুট-চানাচুর-সেমাই আর ম্যাগি
কিনে কিনে ভরিয়াছি চিন-চার ব্যাগই!
আপাতত কিনিয়াছি চারশত ডিম
সামনের দিনে যদি খাই হিমশিম!
মাছ কিনে রাখিয়াছি ডিপ ফ্রিজে ভরে
খাওয়া যাবে দশজনে ছয়মাস ধরে।
সাধ ছিল পুরা গরু কিনে রাখি ফ্রিজে
পারি নাই সেটা ভেবে দুঃখিত নিজে!
মুদি শেষ এরপর ফার্মেসি যাব
সিভিট কিনব আমি যতগুলো পাব।
হ্যান্ড স্যানিটাইজার একশোটা আমি
অর্ডার দিয়া দিছি হোক যত দামি।
গ্যাসের ওষুধ আর অ্যামোডিস, নাপা
দশ বক্স কিনে নেব – এটা নয় চাপা!
কন্ডোম? হিসাবটা মিলাইয়া নিন
ছয়মাসে বাদ যাবে চব্বিশ দিন!
করোনায় মরি আর যাহাতেই মরি
ভাতের অভাবে আমি মরিব না, স্যরি!
আমার ফ্যামিলি যেন থাকে দুধেভাতে
বাকিরা মরিয়া যাক করোনার ঘাতে!
উৎসর্গঃ সকল মজুদমারানিকে।
___ব্রত রায়ের লেখা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন