বাংলাদেশ বার্তা ডেস্কঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ৩১ মার্চ থেকে বাড়িয়ে আগামী ঈদুল ফিতর পর্যন্ত করার কথা ভাবছে সরকার।
একই সঙ্গে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষাও ঈদের পরে নেওয়া হতে পারে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয়ের (শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়) সভা ডাকা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন সভায় সভাপতিত্ব করবেন।
জানা যায়, সোমবার আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ১০ দিন ছুটি ঘোষণা করেছে সরকার। পরিস্থিতির উন্নতি না হলে এ ছুটি আরও বাড়তে পারে। এ ছাড়া আগামী ২৩ এপ্রিল থেকে রমজান শুরু হবে। রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। দীর্ঘদিন বন্ধ থাকতে পারে এমন শঙ্কায় বিকল্প পদ্ধতিতে শিক্ষাদান করার পদ্ধতি খোঁজা শুরু করেছে শিক্ষার সংশ্লিষ্ট দপ্তরগুলো। বন্ধের এ সময়কালের সঙ্গে গ্রীষ্মকালীন ছুটি সমন্বয় করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন