বাংলাদেশ বার্তা ডেস্কঃ স্কুল বন্ধ করোনা সংক্রমণের শুরু থেকে। এরই মধ্যে কিছু স্কুলে চলছে দ্বিতীয় সাময়িক পরীক্ষার তোড়জোড়। তাও আবার অনলাইনে।
পরীক্ষাকে সামনে রেখে অভিভাবকদের দেয়া হয়েছে বেতন এবং পরীক্ষার ফি জমা দেয়ার তাগাদা।
ছবিগুলো চট্টগ্রাম নগরীর জামালখানে অবস্থিত সেন্ট মেরীস স্কুলের।
বেতন এবং পরীক্ষার ফি জমা দিতে স্কুলের নিদিষ্ট দিন বুধবার সকালে জড়ো হন কেজি ও প্রথম শ্রেণির ছাত্রছাত্রীদের অভিভাবকরা।
করোনাকালে শ শ অভিভাবকের বেতন জমার সময় মানা হয়নি সামাজিক দুরত্ব কিংবা স্বাস্থ্যবিধি। হুড়োহুড়ির মধ্যে প্রায় চারঘণ্টা ধরে চলে যজ্ঞ।
একটিমাত্র কাউন্টারে দীর্ঘ লাইনে জমা নেয়া হয় ফি। তারপর ক্লাস টিটারকে বেতন বই জমা দেয়া এবং পরীক্ষার খাতা কেনা সর্বত্রই ভিড়। যা প্রচলিত বাজার থেকেও অধিক।
প্রশ্ন হলো, এ ভুল কার। স্কুল কর্তৃপক্ষ নাকি অভিভাবকদের? কে নেবে এর দায়?
উৎসঃ ফেইসবুক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন