ইব্রাহীম এর স্মৃতি বিজড়িত পবিত্র এই ঈদুল আযহা
ত্যাগের মহিমায় উদ্ভাসিত গোটা মুসলিম উম্মাহ,
পশুর গলায় ছুরি দিয়ে করবে মনের পশুত্ব কুরবানী
রক্তের বন্যায় ভেসে যাবে জীবনের যত পাপ গ্লানি।
হজ্জ্বের প্রতি হুকুমে রয়েছে ইব্রাহীম এর স্মৃতি গাঁথা
মুসলিম উম্মাহর অন্তরে রয়েছে তার সম্মান পাতা,
লক্ষ মুসলিম জড়ো হয়ে কাঁদে আরাফাত ময়দানে
নিষ্পাপ হয়ে ফিরবে তারা ছড়িয়ে যাবে সবখানে।
শত পরীক্ষায় জর্জরিত ছিলো ইব্রাহীম এর জীবন
আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস তাকে করলো উত্তোরণ,
শত বাঁধা ডিঙ্গিয়ে তিনি দিয়েছেন দ্বীনের দাওয়াত
দিয়ে গেলেন মুসলিমের তরে মূল্যবান সওগাত।
নমরুদের খোদায়ীর বিরুদ্ধে প্রশ্ন ছুড়লেন তিনি
অগ্নিকুন্ডে নিক্ষিপ্ত হলেন ঈমান তার কভু টলেনি,
খোদার ইশারায় ইব্রাহীম এর তরে অগ্নি হলো শীতল
সত্য তবে বিজয় হলো,মিথ্যা হলো চিরতরে বিফল।
কোনো সন্তান ছিলনা কভু ইব্রাহীম এর ছোট্ট ঘরে
প্রভুর কাছে দোয়া মাগে শুধু একটি সন্তানের তরে,
অবশেষে শেষ বয়সে প্রভু দিলেন তাকে সু সন্তান
আদরের ধন ছিল সে যে ,ছিল সে পরানের পরান।
প্রভু তাকে স্বপ্ন দেখালেন করতে সন্তান কুরবানী
চিন্তায় ছিলেন পরীক্ষায় কখন ফেল করে না জানি,
বিবৃত করলেন পুত্র ইসমাইলকে তার স্বপ্নের কাহিনী
পুত্র বললেন,এ কাজে আমায় ধৈর্যশীল পাবে তুমি।
অবশেষে কুরবানী দিলেন আপন সন্তানকে ইব্রাহীম
খোদা তাতে খুশি হয়ে দিলেন তাকে সম্মান অসীম,
যতদিন থাকবে এই পৃথিবী, থাকবে হজ্জ্ব কুরবান
মুসলিম উম্মাহ স্মরণ করবে তার এই প্রতিদান।
প্রকাশঃ ৭ আগষ্ট ২০২০
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন