বাংলাদেশ বার্তা ডেস্কঃ বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধা কুয়েত প্রবাসী রেজাউলের সহায়তায় এগিয়ে আসার জন্য বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ মানবতা সেবী সকলের প্রতি আহবান
সে আজ বড়ই অসহায় ও বিপদগ্রস্ত। ২০২০সালের ফেব্রূয়ারী মাসে সে চাকুরী হারায়। একই বছরের এপ্রিল মাসে সে কঠিন চর্মরোগে আক্রান্ত হয়। চাকুরী না থাকায় আয়-রোজগার বন্ধ। ফলে সে কদিকে খাদ্য, ওষধ-পথ্য সংকটে ভুগছে। অপর দিকে দেশে তার পরিবার-পরিজনের নিকট কোন টাকা-পয়সা পাঠাতে পারছে না। দেশেও রয়েছে তার অনেক ঋণ। পাওনাদার তার অসুস্থতা ও চাকুরী হারানোর সংবাদ পেয়ে ঋণ পরিশেধের জন্য ঘন ঘন চাপ দিচ্ছে। তাই সে এখন মানসিকভাবেও সমস্যাগ্রস্ত। চিকিৎসার জন্য রেজাউল কুয়েতে কোন সরকারী চিকিৎসা প্রতিষ্ঠানের সহায়তা পাচ্ছে না। সেখানে গেলে তার কফিল (স্থানীয় মালিক) কে সাথে নিয়ে যেতে বলে। কফিল তার পাসপোর্ট রেখে তাকে বের করে দিয়েছে। কফিলতো তার সাথে যাবেও না বরং তার পাসপোর্ট আনতে গেলে তাকে নতুন মালিক নিয়ে যেতে বলে। অসুস্থতার কারণে সে নতুন চাকুরী, চিকিৎসা, পাসপোর্ট উদ্ধার কোনটাই করতে পাছে না। এ অবস্থা নিয়ে সে কয়েকবার এম্বাসীসহ গেলেও সব জায়গায় তাকে অবহেলা করা হয়েছে। তার অসুস্থতার কারণে তাকে সহযোগিতা না করে, এক প্রকার তাড়িয়ে দিয়েছে। এমতাবস্থায় কুয়েতে অবস্থানরত বাংলাদেশী এই রেমিটেন্স যোদ্ধাকে প্রয়োজনীয় সকল প্রকার সাহায্য ও সহযোগিতা করার জন্য বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ মানবতার সেবায় নিয়োজিত সকল সংস্থা, ব্যক্তিবর্গ -গোষ্ঠীর প্রতি সবিনয় আবেদন জানিয়েছে রেজাউল করিম। বিশেষ করে এই মুহুর্তে প্রয়োজন পর্যাপ্ত পুষ্টিকর খাদ্য, যথাযথ চিকিৎসা আর সেই সাথে প্রয়োজন তার পাসপোর্ট উদ্ধার করা। রেজাউলের সাথে যোগাযোগ করার জন্য তার মোবাইল নাম্বার: 0096599562317 প্রদান করা হলো যাতে ইমু সংযুক্ত আছে।
রেজাউল
করিম বাংলাদেশের নাগরিক প্রথমবার ২০০৬ সালে টাকা সংগ্রহ করে কুয়েতে যান। এর পর কয়েকবার
দেশে আসেন। সে বিবাহিত তার স্ত্রী ও এক মেয়ে সন্তান আছে। শেষবার সে ২০১৭ সালে কুয়েত
প্রবাসী হয়েছে। সে ঋরগ্রস্ত। সে তার এবং তার মেয়ের ভবিৎষ্যত নিয়ে সংকিত। কুয়েতে অবস্থানরত বাংলাদেশী প্রবাসী মানব দরদী ভাইগণ প্রদত্ত ইমু নাম্বারে যোগাযোগ করে প্রত্যক্ষ কোন সহায়তা করতে পারেন।
এই
প্রতিবেদককে সে ফেইসবুকে ফ্রেইন্ড রিকোয়েস্ট পাঠালে। প্রতিবেদক তার প্রোফাইলে পরিচিত
একটি হাই স্কুল থেকে এসএসসি পাস করার চিত্র দেখে তাকে ফেইসবুকে ফ্রেইন্ডভূক্ত করে।
পরে সে মেসেঞ্জারে প্রতিবেদককে কল করলে তার সাথে প্রতিবেদকে কথা হয়। কথা হয় কয়েকদিন।
আলাপচারিতায় তার উল্লেখিত তথ্য জানতে পারেন। রেজাউলের সাথে কথা বলে এই প্রতিবেদকের ধারণা
জন্মেছে যে তার দেয়া উপরোক্ত তথ্য সঠিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন