বাংলাদেশ বার্তা ডেস্কঃ মৃত্যু, জীবনের সবচেয়ে কঠিন এক বাস্তবতা। মৃত্যুর কোনো সময় নেই। মৃত্যুর কোনো দয়া-মায়া নেই। সে চিনে না ছেলে বুড়ো, ধনী গরীব। সে মানে না অনুনয় অনুরোধ। এমন কোনো অস্ত্র নেই তাকে প্রতিহত করতে পারে। এমন কোনো দুর্গ নেই যেখানে তার থেকে মানুষ আশ্রয় পেতে পারে।
.
এক করোনা ভাইরাস গড়ে শতাধিক মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে প্রতিদিন। কিন্তু আজ যদি করোনা মহামারী আকার ধারণ নাও করত, মৃত্যু থেকে আমরা পালাতে পারতাম না। মৃত্যু একদিন আসতই। তবে করোনা আর মৃত্যুর মাঝে একটি গভীর মিল আছে। মৃত্যুর যেমন কোনো দিন তারিখ নেই, আমরা জানি না কে আগে মরবে, তদ্রূপ করোনার কোনো দিন তারিখ নেই, জানি না কাকে আগে আক্রমণ করবে। হয়ত যিনি এই পোস্টটি লিখছেন, তিনিই তালিকার ওপরে আছেন। আল্লাহ রক্ষা করুক।
.
তাই সময় থাকতে আমাদের তাওবাহ করা উচিত। মৃত্যু পূর্বেই নিজেদের শুধরে নেয়া উচিত। লুকমান (আ.) তাঁর ছেলেকে বলেছিলেন,
يا بني ، لا تؤخر التوبة فإن الموت يأتي بغتة'প্রিয় সন্তান, তাওবাহ করতে দেরি করো না। কারণ, মৃত্যু যে কোনো মুহূর্তেই চলে আসতে পারে।'
.
অধিকন্তু আমাদের পূর্বসূরিগণ সকাল সন্ধ্যা তাওবাহ না করাকে যুলুম গণ্য করতেন। তাবিঈ মুজাহিদ (রহ.) বলেন,
من لم يتب إذا أمسى وإذا أصبح ، فهو من الظالمين
'যে ব্যক্তি সকাল-সন্ধ্যা তাওবাহ করে না, সে যালেমদের অন্তর্ভুক্ত।'
.
প্রশ্ন (১) তাওবাহ কীভাবে করতে হয়?
সাহাবী আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাযি.) বলেন,
التوبة النصوح : الندم بالقلب ، والاستغفار باللسان ، والإضمار أن لا يعود إليه أبداً.
'তাওবাতুন নাসুহা, অর্থাৎ খাঁটি তাওবার তিনটি শর্ত:
(১) অন্তর দিয়ে অনুশোচনা করা
(২) জিহ্বা দিয়ে মাফ চাওয়া
(৩) এবং পাপ পুনরাবৃত্তি না করার দৃঢ় প্রতিজ্ঞা করা
.
প্রশ্ন (২) কোন কোন পাপ থেকে তাওবাহ করবেন?
ইমাম নববী (রহ.) বলেন,
'আলিমগণ এই ব্যাপারে একমত, প্রত্যেক পাপ থেকে তাওবাহ করা ওয়াজিব। যদি গুনাহের সম্পর্কে আল্লাহর সঙ্গে থাকে এবং কোনো মানুষের অধিকারের সঙ্গে কোনো সম্পর্ক না থাকে, তাহলে এ ধরণের তাওবাহ কবুল হওয়ার শর্ত হচ্ছে তিনটি: ১। পাপ সম্পূর্ণরূপে বর্জন করা, ২। পাপে লিপ্ত হওয়ার জন্য অনুতপ্ত হওয়া, ৩। আগামীতে ঐ পাপ না করার দৃঢ় সংকল্প করা। আর গুনাহের সম্পর্ক যদি অন্যের হক নষ্ট করার সাথে থাকে, তাহলে তাওবার প্রথম শর্ত হচ্ছে ব্যক্তির হক ফিরিয়ে দেয়া।' [রিয়াদুস সালেহীন, ২য় পরিচ্ছেদ]
.প্রশ্ন (৩) তাওবাহ কখন করবেন?
ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.) বলেন,
তাওবাহ করতে গড়িমসি না করা। গুনাহ করার সাথে সাথে তাওবাহ করা ফরজ। যদি কেউ তাওবাহ করতে দেরি করে তবে সে তার জন্য দায়ী হবে। যদি সে পরে তাওবা করে, তবে তাওবাহ করতে দেরি করার জন্য আলাদা করে তাওবাহ করতে হবে।
.এ জন্য ইয়াহইয়া ইবনু মুয়ায (রহ.) বলেন,
الذي حجب الناس من التوبة: طول الأمل وعلامة التائب إسبال الدمعة وحب الخلوة والمحاسبة للنفس عند كل همة
'মানুষদের তাওবার পথে প্রধান অন্তরায় হলো দীর্ঘ আশা। আর প্রকৃত তাওবাকারীর লক্ষণ হলো: অশ্রু ঝরে পড়া, (পাপের আড্ডাখানার বদলে) নির্জনতা পছন্দ করা, এবং নিজের প্রত্যেক ইচ্ছার বিপরীতে আত্ম-জিজ্ঞাসা করা।'
উদাহরণস্বরূপ: এটি করা হারাম না হালাল? এর দ্বারা আমার আখিরাত বরবাদ হবে না তো?
.প্রশ্ন (৪) তাওবার পর যদি আবার পাপে জড়িয়ে যান?
শায়খ রুস্তাকি (রহ.) বলেন, 'অনেকে বলে, "আমি তাওবা করি না কারণ, আমি জানি, আমি আবার গুনাহের দিকে ফিরে যাব"। বস্তুত এমন ধারণা রাখাই শয়তানের প্ররোচনা। কেউ জানে না তার মৃত্যু কখন হবে। কাজেই বান্দার কাজ হলো তাওবাহ করা। আল্লাহ তাঁর অসীম রহমতে হয়ত গুনাহ ত্যাগ করার দৃঢ়তা দান করবেন। যদি কেউ আবার গুনাহ করেও বসে, তবুও অন্তত সে প্রচেষ্টা চালিয়েছিল এবং তাওবার মাধ্যমে পূর্বের গুনাহ থেকে নিজেকে পবিত্র করে নিয়েছিল।'
.
মোট কথা, তাওবাহ করার পর পুনরায় ভুল হয়ে গেলে পূর্বের তাওবাহ বাতিল হয়ে যায় না। অধিকন্তু আমাদের কাজ হবে, গুনাহ হয়ে গেলেই তাওবাহ করা। বার বার করা। আল্লাহ যদি আমাদের মাঝে এই আন্তরিকতা দেখেন, আশা করা যায় তিনি দয়াবশত একদিন না একদিন পাপ থেকে চিরতের জন্য বেঁচে থাকার তাওফীক দেবেন।
.প্রশ্ন (৫) তাওবার ওপর অটল থাকার উপায়গুলো কী?
এক. খারাপ সঙ্গ পরিত্যাগ করা। প্রয়োজনে একা থাকা, তবুও তাদের সাথে না বসা।
- অন্তর শক্ত যাদের, তাদের সাথে বসলে আপনার অন্তর শক্ত হয়ে যাবার সম্ভাবনা থাকে। এ জন্য উমার (রাযি.) বলেন,
اجلسوا إلى التوابين فإنهم أرق أفئدة
'তাওবাকারীদের সাথে বসো। কারণ, তারা সবচেয়ে নরম মনের অধিকারী।'
.
দুই. ইস্তিগফার ছেড়ে না দেয়া। প্রতিদিন আল্লাহর কাছে মাফ চাওয়া।
- নবীজি এর পূর্বের এবং পরের সকল ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দিয়েছেন। তথাপি তিনি দৈনিক ৯৯ বার (অপর এক হাদীস অনুযায়ী ১০০ বার) তাওবাহ করতেন। [বুখারী, মুসলিম] তাহলে আমাদের কতবার করা উচিত? অথচ আমরা জানি না আমাদের কোন পাপ আল্লাহ মাফ করছেন, কোনটা করছেন না!
.আলী (রাযি.) বলেন,
العجب ممن يهلك ومعه النجاة ، قيل : وما هي ؟ قال: الاستغفار
'আযাব ব্যক্তিকে ধ্বংস করে দেয়। তবে এ থেকে পরিত্রাণের উপায় আছে।' তাকে জিজ্ঞেস করা হলো, 'সেটা কী?', তিনি বলেন, 'ইস্তিগফার।'
.তিন. নেক আমল জারি রাখা, পাপের কারণে আমল না ছাড়া।
- আল্লাহ বলেন,
إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ
'নিশ্চয়ই নেক কর্ম পাপরাশি মিটিয়ে দেয়।' [সূরা হূদ, ১১: ১১৪]
.
আল্লাহ আরও বলেন,
قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّـهِ إِنَّ اللَّـهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ
'বলো, হে আমার বান্দাগণ! যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। তিনি অতি ক্ষমাশীল, অতি দয়ালু।' [সূরা যুমার, ৩৯: ৫৩]
--------
পাশাপাশি নিজেকে সবসময় নেক আমলে উদ্বুদ্ধ করতে এবং পাপ থেকে দূরে থাকতে যে বইগুলো প্রাত্যহিক রুটিনে রাখতে পারেন: https://bit.ly/33SGD2r
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন