* দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা*

ইসলামী ব্যাংক দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র * সকল প্রকার একাউন্ট খুলতে * * টাকা জমা করতে * টাকা উঠাতে * * বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর টাকা বোনাসসহ উঠাতে * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে আসুন। * * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা* * প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01711-458151* 01700-925241*

বুধবার, ৩১ মার্চ, ২০২১

নাছির মোহাম্মদ চৌধুরী বাড়ি নিবাসী জনাব সিরাজুল ইসলাম চৌধুরীর ইন্তেকালে শোক প্রকাশ

বাংলাদেশ বার্তা ডেস্কঃ  নাছির মোহাম্মদ চৌধুরী বাড়ি নিবাসী জনাব সিরাজুল ইসলাম চৌধুরী (প্রকাশ বাবু ভাই, সহিদ ভাই,তৌহিদ ভাই, তারেক ভাইয়ের আব্বা) ১৬ই শাবান ১৪৪২ হিজরী, ৩০ /৩/২০২১ইংরেজী রোজ মঙ্গলবার আনুমানিক রাত ১১টায় ইন্তেকাল করেছেন।( ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন)।

তার ইন্তেকালে নাছির মোহাম্মদ চৌধুরী বাড়ি নিবাসী জনাব মুয়াজ্জেম চৌধূরী শোক প্রকাশ করে একটি বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে জনাব মোয়াজ্জেম মরহুমের রূহের মাগফফিরাতের জন্য দোয়া করবেন।

হঠাৎ গ্রেপ্তার হলে কি করবেন?? কিছু আইনি পরামর্শ জেনে রাখুন !

 

বাংলাদেশ বার্তা ডেস্কঃ মনে রাখবেন - পুলিশ আমাদের বন্ধু ।

১.  বিনা ওয়ারেন্ট অথবা নোটিশ না দিয়ে পুলিশ আপনাকে গ্রেফতার করতে পারে না। (CrPC act 54 ব্যতীত)

২. গ্রেফতারের সময় আপনাকে গ্রেফতারের কারণ, গ্রেফতারকারী অফিসারের নাম, গ্রেফতারের সময় ও স্থান সম্পর্কিত একটি মেমো পুলিশ আপনাকে বা আপনার বাড়ির লোককে দিতে বাধ্য। এই জিনিসটি অবশ্যই চেয়ে নেবেন। মামলার ক্ষেত্রে এটির গুরুত্ব অপরিসীম।

৩.  গ্রেফতার করার 24 ঘন্টার মধ্যে পুলিশ আপনাকে ম্যাজিষ্ট্রেটের সামনে হাজির করতে বাধ্য এবং ম্যাজিষ্ট্রেটের অনুমতি ছাড়া আর একদিনও আপনাকে অতিরিক্ত আটকে রাখতে পারে না। কোর্ট ছুটি থাকলে সেক্ষেত্রে ম্যাজিষ্ট্রেটের আবাসিক এ আপনাকে হাজির করাতে হবে।

৪. মহিলা পুলিশ ছাড়া কোনওভাবেই কোনও মহিলাকে গ্রেফতার বা তল্লাশী চালানো যায় না।

৫. আইন অনুযায়ী পুলিশ লক আপে আপনাকে কোনওপ্রকার শারীরিক বা মানসিক অত্যাচার করতে পারে না। এমনকি চড় মারতেও পারে না।

এবার জেনে নিন কীভাবে পুলিশ আপনাকে হয়রানি করতে পারে ও এক্ষেত্রে কী করবেন-

১. সাধারণ ভাবে সরকারবিরোধী, শাসক দল বিরোধী কোনও পোষ্টের জন্য পুলিশ কাউকে গ্রেফতার করতে পারে না। কারণ বাক স্বাধীনতার অধিকার আমাদের সংবিধানে স্বীকৃত। কিন্তু পুলিশ মামলা দায়ের করে অন্য ধারায়। আপনি পুলিশী হয়রানির শিকার হতে পারেন। যদি আপনি আপনার ফেসবুক পোস্টে-

ক) অশ্লীল কোনো শব্দ ব্যবহার করেন
খ) ভিত্তিহীন গুরুতর অভিযোগ করেন
গ) চরিত্রহনন করেন।

এই সমস্ত বিষয়গুলি তাই এড়িয়ে চলুন। স্বেচ্ছায় পুলিশেকে সুযোগ করে দেবেন না।

২. স্থানীয় রেপুটেড কোনো ক্রিমিন্যাল ল'ইয়ার, স্থানীয় মানবাধিকার আন্দোলনকর্মী এবং মিডিয়ার ফোন নাম্বার হাতের কাছে রাখুন।

৩. কোনও ব্যক্তি পুলিশি হয়রানির শিকার হচ্ছেন জানতে পারা মাত্র তার পাশে দাঁড়ান। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে খবরটি ছড়িয়ে দিন।

এবিষয়ে বিজ্ঞ আইনজীবিদের আরও পরামর্শ সহযোগিতা নেয়া যেতে পারে। গন সচেতনতা তৈরিতে সহয়তা করুন।

মনে রাখবেন, আপনার সচেতনতাই পারে আপনাকে সুস্থ রাখতে।

সংগ্রহঃ Law's of Bangladesh

রবিবার, ২৮ মার্চ, ২০২১

রাজনীতিতে অস্থিতিশীলতা কখনো একটি জনপদে কল্যাণপ্রদ কিছু বয়ে আনে না

 

বাংলাদেশ বার্তা ডেস্কঃ রাজনীতিতে অস্থিতিশীলতা কখনো একটি জনপদে কল্যাণপ্রদ কিছু বয়ে আনে না। যা পারে, তা হলো এই পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু লুটেরা সেই জনপদে লুটপাট চালায় আর তাদের আশ্রয় প্রশ্রয় দেয় সেখানকার শাসক শ্রেণী যারা আবার ক্ষমতায় দীর্ঘদিন টিকে থাকার উদ্দেশ্যে এই লুটেরা শ্রেণীর সাথে মিথোজীবিতার আশ্রয় নেয়।

যেহেতু এই ধরনের জনপদ গুলোতে জনসমর্থনহীন একটি শাসক গোষ্ঠী দীর্ঘদিন ক্ষমতা আঁকড়ে পড়ে থাকতে চায়, বিভিন্ন শক্তিশালী বহি:শক্তির তাঁবেদারি তাদের জন্য ফরজ হয়ে দাঁড়ায়। এরা তখন দাবার ঘুঁটি হিসেবে ওই সকল শক্তিশালী প্রভাবক শক্তিসমুহের ইশারায় চালিত হতে থাকেন, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক!

এতে সেই জনপদে যেহেতু জনসাধারণের উপর শাসক গোষ্ঠীর স্বাভাবিক কন্ট্রোল থাকে না , জোর পূর্বক কন্ট্রোল করে শাসন কাজ অব্যাহত রাখতে হয়- সেহেতু সেখানকার লোকজন যারা যুগের পর যুগ নির্যাতিত নিষ্পেষিত হন, তাঁরা দিন দিন অস্বাভাবিকতার দিকে অগ্রসরমান হতে থাকেন!

আর এই অবস্থায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। এমনকি হঠাৎ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার মত ঘটনা ঘটার ঝুঁকি যেমন থাকে, তেমনি এই ধরনের জনপদ ধীরে ধীরে গৃহ যুদ্ধের দিকে ধাবমান হওয়া বিচিত্র নয়। কারণ পারষ্পরিক শ্রদ্ধাবোধের ঘাটতি, সন্দেহ- অবিশ্বাস, সীমাহীন বঞ্চনা, জানমালের নিরাপত্তাহীনতা, ভঙ্গুর অর্থনীতি, কিছু অযোগ্য অথর্ব জনসমর্থনহীন লোকের অপশাসন, সম্প্রদায়ভুক্ত রেষারেষি থেকেই মূলত: এসবের উৎপত্তি ঘটে।

আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমিতে আজ উপরের সকল বিষয়ই বিদ্যমান। তাই দেশের বিবেকবান, দেশপ্রেমিক , সত্যিকারের সুশীল চিন্তকবর্গ এই বিষয়ে দ্রুত জনমত গঠন করে এই শ্বাসরূদ্ধকর পরিস্থিতি থেকে যত দ্রুত উত্তরণ করার চেষ্টা করবেন, তত ক্ষয়ক্ষতি কম হবে বলে আমি বিশ্বাস করি।

সবার আগে আমাদের এই দেশ "বাংলাদেশ", এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব- এরপর ব্যক্তি দল, তিনি যেই হোন না কেন!

অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন সাংস্কৃতিক গোলামীর জিঞ্জীর পরিহিত অবস্থায় স্বাধীনতার প্রকৃত স্বাদ আস্বাদন কখনোই সম্ভবপর নয়।

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা.

  বাংলাদেশ বার্তা ডেস্কঃ  প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাক...