বাংলাদেশ বার্তা ডেস্কঃ নাছির মোহাম্মদ চৌধুরী বাড়ি নিবাসী জনাব সিরাজুল ইসলাম চৌধুরী (প্রকাশ বাবু ভাই, সহিদ ভাই,তৌহিদ ভাই, তারেক ভাইয়ের আব্বা) ১৬ই শাবান ১৪৪২ হিজরী, ৩০ /৩/২০২১ইংরেজী রোজ মঙ্গলবার আনুমানিক রাত ১১টায় ইন্তেকাল করেছেন।( ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন)।
তার ইন্তেকালে নাছির মোহাম্মদ চৌধুরী বাড়ি নিবাসী জনাব মুয়াজ্জেম চৌধূরী শোক প্রকাশ করে একটি বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে জনাব মোয়াজ্জেম মরহুমের রূহের মাগফফিরাতের জন্য দোয়া করবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন