* দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা*

ইসলামী ব্যাংক দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র * সকল প্রকার একাউন্ট খুলতে * * টাকা জমা করতে * টাকা উঠাতে * * বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর টাকা বোনাসসহ উঠাতে * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে আসুন। * * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা* * প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01711-458151* 01700-925241*

বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

আইআইউসি’র কর্মকর্তা গিয়াস উদ্দিনের শিশু কন্যার ইন্তেকালে কর্মকর্তাদের শোক প্রকাশ

 বাংলাদেশ বার্তা ডেস্কঃ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদালয় চট্টগ্রাম’র .. ডিপার্টমেন্টের কর্মকর্তা জনাব গিয়াস উদ্দিনের শিশুকন্যা রাউদাতুল জান্নাত ৩১ মার্চ ২০২১ তারিখ বুধবার ঢাকা ন্যাশনাল হাসপাতালের হার্ডফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক দুপুর ১২:০০টায় ইন্তেকাল করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। 

শিশুকন্যার ইন্তেকালে  আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদালয় চট্টগ্রাম’র কর্মকর্তাবৃন্দ শোক প্রকাশ করে স্ট্যাটাস প্রদান করেন। কর্মকর্তাবৃন্দ তাদের স্ট্যাটাসে মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। 

স্ট্যাটাস প্রদান করেন, সর্বজনাব মাহফুজুর রহমান, এস. আরেফিন, মোহাম্মদ আমান উল্লাহ, মুহাম্মদ নুরুল কবীর, মুহাম্মদ মাহমুদুল আলম, মুহাম্মদ ইদ্রিস চৌধুরী, মুহাম্মদ আনোয়ার হোসেন নুরী, মুহাম্মদ এরশাদুল হক, শেখ মোঃ রফিকুল ইসলাম,  রিয়াজউদ্দিন আহমেদ, নাজনীন সুলতানা, নারগিস জাহান বেবী, মুহাম্মদ ইয়াসিন, মুহাম্মদ তোফাজ্জল হোসেন, মুহাম্মদ ইব্রাহীম খলিল, মুহাম্মদ জাকারিয়া, মহিউদ্দিন মাহি, মুহাম্মদসাহাবুদ্দিন সোনিয়া প্রমূখ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা.

  বাংলাদেশ বার্তা ডেস্কঃ  প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাক...