* দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা*

ইসলামী ব্যাংক দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র * সকল প্রকার একাউন্ট খুলতে * * টাকা জমা করতে * টাকা উঠাতে * * বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর টাকা বোনাসসহ উঠাতে * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে আসুন। * * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা* * প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01711-458151* 01700-925241*

শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

সারাজীবন গর্ব করে বলব-আমার একটা ভাইয়া আছে, পৃথিবীর শ্রেষ্ঠ ভাইয়া..

 

বাংলাদেশ বার্তা ডেস্কঃ রাত দেড়টা। কাঁটাবন যাব, কয়েকবার চেষ্টা করেও মহাখালি থেকে পাঠাও রাইডার মেলছেনা। পাঠাওয়ে ছাড় চলছে, তাই খানিকটা সময় নষ্ট হলেও অপেক্ষা করলাম।

আরও দশ মিনিট পার। অগত্যা এবার আস্থা উবারেই। অ্যাপস চালুর এক মিনিটের মধ্যেই রাইডারের কল।
দেখতে সুদর্শন। স্মার্ট। আসলেই রাইডার কিনা এ নিয়ে খানিকটা জড়তা। গভীর রাত, মনে খানিকটা ভয়ও। বাইক যখন চলতে শুরু করলো, ঠান্ডা বাতাসে নিমিষেই সব ভয়-জড়তা শেষ। আলাপ জুড়ে দিলাম।
২০১৯ সালের মাঝামাঝিতে বাবা মালয়েশিয়া পুলিশের হাতে আটক হলেন। জেলে বন্দি। আমিও সবেমাত্র একটি লিজিং কোম্পানিতে জয়েন করলাম।
খিলগাঁওয়ে বাসা। ফিরতে ফিরতে রাত ৮/৯ টা। বাসায় ফিরে বেশিরভাগ দিনেই দেখতাম মা কাঁদছেন। ন্যাশনাল আইডিয়াল স্কুলে পড়ুয়া ছোটবোনটা জানালার গ্রীলে মাথা রেখে আমার অপেক্ষায়। আমি ফিরলেই মা স্বাভাবিক। কপালে চুমু খেয়ে টেবিলে পাশে বসে ভাত খাইয়ে দিবেন। আমিও মা’কে স্বপ্নের কথা বলতাম। বাবা শীঘ্রই ফিরে আসবেন এমন আশার বানী শুনাতাম।
অনেকগুলো খারাপের মধ্যেও দিন ভালোই কাটছিল। কিন্তু বাধ সাধল কোভিড-১৯। করোনা শুরুর পর প্রথম দুইমাস বেতন দিলেও তৃতীয় মাস থেকে চাকরিটা আর নেই। কয়েকটা দিন মুখ দিয়ে কথা বেরোয়নি। নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ মনে হয়েছে। মা জানলে নির্ঘাত স্ট্রোক করতেন, তাই বলিনি। ছোট্ট বোনটার হাসিমুখটা মলিন হয়ে যাবে, এই ভাবনায় ওকেও কিছু জানাইনি।
গত অক্টোবর মাস থেকে উবারে বাইক চালাই। প্রথম প্রথম লজ্জায় হেলমেট সরাতাম না মুখ থেকে। এখন অভ্যস্ত হয়ে গেছি। শিখে গেছি-কিভাবে টিকে থাকতে হয়।
এরপরেও বোনের কাছে ধরা পড়ে গেছি- চাকরিটা নেই। বোনরা হয়তো এমনই। সব বুঝতে পারে।
একদিন গভীর রাতে বোনটা হঠাৎ আমায় জড়িয়ে ধরে খুব কাঁদল। বুঝে উঠতে পারছি না। শান্ত করার চেষ্টা করলাম। কিছুতেই কিছু হচ্ছে না।
খুব মহামানব হয়ে গেছ, তাই না !
যদিও আমার কিছু করার নেই, তবে আমি সারাজীবন গর্ব করে বলব-
আমার একটা ভাইয়া আছে, পৃথিবীর শ্রেষ্ঠ ভাইয়া..
একসময় মা’ও জেনে গেল। সংসার আর বাবার চিন্তায় মা অসুস্থ। সাধ্যের সবটুকু দিয়ে মায়ের চিকিৎসা করাচ্ছি।
বোনটা ক্লাস টেনে। ব্যাচে শিক্ষকের কাছে পড়তে হয়। সংসারে অনেক খরচ, তাই মন ভালো থাকলে রাতেও বাইক নিয়ে বেরিয়ে যাই।
হিসেব মেলেনা। এই অন্ধকার রাতেই কতশত মানুষ মনের নেশায় লাখ টাকা খরচ করে। বিপরীতপাশে কতশত মানুষ একজন শ্রেষ্ঠ ভাই হওয়ার নেশায় গভীর রাতে বাইক নিয়ে ঘুরে বেড়ায়।

সংগৃহীত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা.

  বাংলাদেশ বার্তা ডেস্কঃ  প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাক...