* দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা*

ইসলামী ব্যাংক দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র * সকল প্রকার একাউন্ট খুলতে * * টাকা জমা করতে * টাকা উঠাতে * * বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর টাকা বোনাসসহ উঠাতে * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে আসুন। * * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা* * প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01711-458151* 01700-925241*

বুধবার, ২ অক্টোবর, ২০১৯

কুরআনের বাণী

বাংলাদেশ বার্তা ডেস্কঃ আকাশসমূহে ও পৃথিবীতে যা কিছু আছে , সবই আল্লাহর। তোমরা নিজেদের মনের কথা প্রকাশ করো বা লুকিয়ে রাখো, আল্লাহ অবশ্যি তোমাদের কাছ থেকে তার হিসেব নিবেন। তারপর তিনি যাকে ইচ্ছা মাফ করে দিবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দিবেন, এটা তাঁর ইখতিয়ারাধীন। তিনি সব জিনিসের উপর শক্তি খাটাবার অধিকারী।
রসূল তাঁর রবের পক্ষ থেকে তার উপর যে হিদায়াত নাজিল হয়েছে তার প্রতি ঈমান এনেছেন। আর যে সব লোক ঐ রসূলের প্রতি ঈমান এনেছে তরাও ঐ হিদায়াতকে মনে-প্রাণে স্বীকার করে নিয়েছে। তারা সবাই আল্লাহকে, তাঁর ফেরেস্তাদেরকে, তাঁর কিতাবসমূকে  ও তাঁর রসূলদেরকে মানে এবং তাদের বক্তব্য হচ্ছেঃ “আমরা আল্লাহর রসূলদের একজনকে আর একজন থেকে আলাদা করি না। আমরা নির্দেশ শুনেছি ও অনুগত হয়েছি। হে প্রভূ ! আমরা তোমার কাছে গোনাহ মাফের জন্য প্রার্থনা করছি। আমাদের তোমার দিকেই ফিরে যেতে হবে।
আল্লাহ কারোর উপর তার সামর্থের অতিরিক্ত বোঝা চাপান না। প্রত্যেক ব্যক্তি যে নেকী অর্জন করেছে তার ফল তার নিজেরই জন্য এবং যে গোনাহ সে অর্জন করেছে , তার প্রতিফলও তার নিজেরই উপর বর্তাবে। সূরা বাকারা ২৮৬।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা.

  বাংলাদেশ বার্তা ডেস্কঃ  প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাক...