বাংলাদেশ বার্তা ডেস্কঃ "আল্লাহর হুকুম ছাড়া যেহেতু গাছের একটি পাতাও নড়ে না, সেহেতু আল্লাহর হুকুম ছাড়া করোনা ভাইরাসও কাউকে আক্রান্ত করবে না"- এগুলো ১০০% সত্য কথন এবং সঠিক ঈমানী চেতনা বলেই বিশ্বাস করি। তবে আল্লাহর উপর ভরসা করার পর সতর্কতা অবলম্বনের প্রয়োজন আছে কী? এক্ষেত্রে একটি হাদিস বিশেষভাবে প্রণিধানযোগ্য। একদা হযরত মুহাম্মদ (সাঃ) দেখলেন এক বেদুইন উট না বেঁধেই তড়িঘড়ি করে নামাজ পড়তে আসছে। নবী করিম (সাঃ) বেদুইনকে জিজ্ঞাসা করলেন, "উট বেঁধে নামাজ পড়তে আসছ না কেনো?" বেদুইন উত্তর দিলো, "আল্লাহর উপর আমার অগাধ বিশ্বাস আছে, তিনিই আমার উট দেখে রাখবেন।" শুনে মহানবী (সাঃ) নির্দেশ দিলেন, "প্রথমে উট বাঁধো অতঃপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো" (তিরমিযি)।
হাদিসটির শিক্ষা অনুযায়ী, যে কোন সমস্যা সমাধানের জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে এবং প্রয়োজনীয় সকল অপশান কাজে লাগাতে হবে। তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে। কিন্তু আমরা অনেকেই বিনা চেষ্টায় সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিয়ে ভালো ফলাফলের অপেক্ষায় থাকি। এক্ষেত্রে অনেকের বক্তব্য হচ্ছে, "আল্লাহ ভরসা, আল্লাহই দেখে রাখবেন, আমার বা আপনার কিবা করার আছে?" অথচ যে কোন সমস্যার সমাধানে বা অবস্থার পরিবর্তনে আমাদের প্রচেষ্টা অপরিহার্য। পবিত্র কুরআনে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে, "আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না, যে পর্যন্ত না তারা তাদের নিজেদের অবস্থা পরিবর্তন করে" (সূরা আর-রাদঃ১১)। অতএব আসুন করোনা ভাইরাস প্রতিরোধে মহান আল্লাহর উপর ভরসার পাশাপাশি তাঁর অনুশাসন মেনে চলি এবং বিশেষজ্ঞ পরামর্শসহ WHO ও IEDCR এর নির্দেশনাসমূহ অনুসরণ করি। করোনার স্রষ্টা আমাদের পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তাঁর সমগ্র সৃষ্টিকুলের প্রতি সহায় হোন। আমীন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন