বাংলাদেশ বার্তা ডেস্কঃ ১। প্রতিবরি অজু করার পর কালিমা মাহাদাত পড়া। এতে জান্নাতের ৮টি দরজার যে কোনটি দিয়ে তাকে প্রবেশ করতে বলা হবে।
[নাসাঈ-১৪৮, তিরমিজি-৫৫, ইবনু মাজাহ- ৪৭০]
২। প্রতিবার ফরজ সালাতের পর একবার আয়াতুল করসি পড়া। নিয়মিত আমল করলে আমলকারী ও জান্নাতের মধ্যে পার্থক্য থাকে শুধুমাত্র মৃত্যু। অর্থ্যাৎ মৃত্যু হলেই জান্নাতি।
[নাসাঈ-৯৯২৮]
৩। মনোযোগী হয়ে আন্তরিক বিশ্বাসের সাথে আযানের উত্তর দেয়া।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিক বিশ্বাসের সাথে আযানের উত্তর দেয়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।
[মুসলিম-৩৮৫, আবু দাউদ-৫২৭, মিসকাত- ৬৫৮]
[মুসলিম-৩৮৫, আবু দাউদ-৫২৭, মিসকাত- ৬৫৮]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন