বাংলাদেশ বার্তা ডেস্কঃ কোভিড-১৯ এর বিরূপ প্রভাবের কারনে আমাদের জনজীবন আজ বিপর্যস্ত। পারিবারিকভাবে অনেকেরই অর্থনৈতিক/আর্থিক কাঠামো ভেঙ্গে পড়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটির যখন নানা কারনে আয় রোজগার বন্ধ হয়ে গেছে বা ব্যাপকভাবে সীমিত হয়ে গেছে তখন সে পরিবারটিকে কি ধরণের পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে তা ভাবলে মন ঠিক রাখা কঠিন। এর আগেও একটি পোষ্টে আমি বলেছিলাম মধ্যবিত্তদের অনেকেই এই বিপর্যয়ের কথা কাউকে বলতেও পারছে না; আবার সইতেও পারছে না।
আই আই ইউ সি-তে শিক্ষকতা করার কারনে অনেক বিষয় খুব কাছ থেকে দেখতে পাচ্ছি। একটি সেমিস্টার শেষ করে নতুন সেমিস্টারের রেজিস্ট্রেশনের সময় হলে বা নোটিশ দিলে দেখা গেল ছাত্র-ছাত্রীদের প্রকৃত অবস্থা। অনেকেই কি করে রেজিস্ট্রেশন সম্পন্ন করবে তা নিয়ে শঙ্কিত। কারণ - অর্থনৈতিক মন্দা। অনেক ছেলে-মেয়েরা টিউশনি করে চলতো। টিউশনি বন্ধ হবার কারনে তাঁরাও বেশ অসুবিধার মধ্যে পড়েছে। আই আই ইউ সি শুরু থেকেই রিজনেবল ফী সেট করে রেখেছে যাতে করে সমাজের প্রায় সকল লেভেল থেকে ছেলেমেয়েরা লেখাপড়ার সুযোগ পায়। তাঁর উপর কোভিডের কারনে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে সামঞ্জস্য রেখে টিউশন ফী এর উপর ২০% ওয়েভার ঘোষণা করেছে। এর পরও দেখা যাচ্ছে অনেকেই রেজিস্ট্রেশন করতে পারার ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন ও সিদ্ধান্তহীনতায় ভুগছে। অনেকে বিভিন্নভাবে অসহায়ত্বের কথা জানিয়ে ফোন করছে। বিশ্ববিদ্যালয়েরও অনেক সীমাবদ্ধতা রয়েছে। এমতাবস্থায় তেমনকিছু করতে না পারার ব্যাথায় মন ভারাক্রান্ত। ভাবছি অর্থনীতি ও ব্যাংকিং বিভাগের পক্ষ থেকে একটি শিক্ষা তহবিল (EduFund) গঠনের উদ্যোগ নেব; সচ্ছল শুভাকাঙ্খীদের কাছে সাহায্যের আবেদন জানাব। তাঁদের সহযোগিতায় যদি কিছু ছাত্র ছাত্রীদের উপকার করতে পারি! আমি নিজে আগে আমার কন্ট্রিবিউশন দিয়ে শুরু করব। পাশে থাকবেন তো আপনারা?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন