* দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা*

ইসলামী ব্যাংক দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র * সকল প্রকার একাউন্ট খুলতে * * টাকা জমা করতে * টাকা উঠাতে * * বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর টাকা বোনাসসহ উঠাতে * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে আসুন। * * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা* * প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01711-458151* 01700-925241*

মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

অবশেষে বহুল আলোচিত সাহেদ গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা ডেস্কঃ অবশেষে সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে রিজেন্ট হাসপাতালের মালিক ও আওয়ামীলীগ আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য বহুল আলোচিত ও সমালোচিত সেই সাহেদ গ্রেপ্তার হলো। সাতক্সীরার সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে যাওয়ার পূর্ব মহুহর্তে র‌্যাব সদস্যরা মহিলাদের বোরকা পড়া অবস্তায় গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। রিজেন্ট হাসপাতালের দূর্নতি ও প্রতারনার ঘটনা আলোচনায় আসার পর থেকে আইন শৃংখলা বাহীনী ও র‌্যাবসদস্যরা সাহেদকে খুজেঁ ফিরছিলো কিন্ত সাহেদ ঘনঘন তার অবস্থান পরিবর্তন করার কারণে আইন শৃংখলা বাহীনী ও র‌্যাবসদস্যরা তার খুব কাছাকাছি পৌছার পরও তাকে নাগালের মধে পায় নি। তেজগাও পুড়ারাতন বিমান বন্দরে হেলিকপ্তটার থেকে নামিয়ে মাইক্রোবাসে উঠানোর পর সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে জানান র‌্যাব কর্মকর্তারা।
তারা আরো জানান, এখন থেকে বিকাল ৩টার আগ পর্যন্ত তাদের হাতে থাকা বিভিন্ন তথ্য যাচাই-বাছাই এর কাজে তারা ব্যস্ত থাকবেন। বিকাল ৩টায় তার প্রেসব্রিফিং করবেন বলে উপস্থিত সাংবাদিকদের জনানো হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা.

  বাংলাদেশ বার্তা ডেস্কঃ  প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাক...