* দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা*

ইসলামী ব্যাংক দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র * সকল প্রকার একাউন্ট খুলতে * * টাকা জমা করতে * টাকা উঠাতে * * বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর টাকা বোনাসসহ উঠাতে * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে আসুন। * * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা* * প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01711-458151* 01700-925241*

সোমবার, ২৪ আগস্ট, ২০২০

বাংলা মা‌য়ের আর্তনাদ আব্দুল হান্নান চ‌ৌধুরী

পঞ্চাশ‌টি বছর আজ হ‌য়ে গেল‌ো

তোরা মুক্ত ক‌রে‌ছি‌লি আমা‌কে,
‌লক্ষ ত্যা‌গের বি‌নিম‌য়ে তোরা
ছি‌নি‌য়ে আন‌লি এই স্বাধীনতা‌কে।
‌দি‌নে দি‌নে তোরা বড় হ‌য়ে‌ছিস
কত কি এখন তো‌দের,
আমায় তোরা ভু‌লে গে‌লি আজ
নাই কিছু আর স্বা‌ধের।
খু‌নের নেশায় মত্ত হ‌য়ে তোরা
ভাই‌কে ভাই ‌কর‌ছিস খুন,
‌দি‌নে দি‌নে তা বে‌ড়েই চ‌লে‌ছে
নাই মোর আজ চো‌খে ঘুম।
শাড়ীর আঁচলটা ‌চে‌য়ে দেখ ঐ
‌লাল খু‌নে হ‌য়ে‌ছে রঞ্জ‌ি‌ত,
রক্ত‌ে‌র গন্ধ আজ ছ‌ড়ি‌য়ে প‌ড়ে‌ছে
পাপ হ‌য়ে‌ছে অ‌নেক সঞ্চি‌ত।
‌ভিন‌দে‌শীদের খাম‌ছি‌ খে‌য়ে খে‌য়ে
শরীর আমার আজ ক্ষত বিক্ষত,
‌দি‌ন দি‌ন আমায় নিস্ব ক‌রে‌ছে
চল‌ছে তা আ‌জো অ‌বিরত।
মজলু‌মের চো‌খের লোনা পা‌নি‌তে
চুলগু‌লো আমার হয়‌ে‌ছে সিক্ত,
‌মাথার খোপা আজ খ‌সে প‌ড়ে‌ে‌ছে
হ‌য়ে‌ছি আ‌মি আজ কত রিক্ত!
‌দীপ্ত শপথ ক‌রে‌ছি‌লি সে‌দিন
মা‌টি ও মা‌য়ের ত‌রে,
‌সেই শপথ ভু‌লে গে‌লি তোরা
‌নিত্য দুঃখ আজ আমার ঘ‌রে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা.

  বাংলাদেশ বার্তা ডেস্কঃ  প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাক...