কতো আদর যতনেগড়েছি তোমারে,
নিপুণ ভালোবাসার
বাঁন্দিয়া দ্বোরে।
পৃথিবী চলে যাক
বিনাশ হওক সবি,
তুমি মননে রবে
হয়ে দৃপ্ত রবি।
তুমি কলিজাসম
ভালোবাসা নিদারুণ,
এই বঁন্দন ছিঁড়ে কবুও
না হয় যেন করুণ!
পৃথিবী রবেনা ভাই
রবেনা চাঁদ সূরুয,
রবে ভালোবাসার নীড়
অম্লান চির সবুজ।
হে প্রভু রাহীম রাহমান
তোমার বহমান রহমত,
আমাদের উপর বর্ষাও
চিরদিন অবিরত্।
হে প্রভু বয়ে দাও
রহমতের বাতাস,
ভাই আমার প্রবাসে
আমি নিজবাস।
দুইটি দেহে মোদের
একটিই তো প্রাণ,
বিরহে হাহাকার হৃদয়
জানতো তুমি রাহমান!
চিরদিন সুখে রাখো
ভাইকে আমার,
এই আবেদন প্রভু
কদমে তোমার।
তুমি র'ব তুমি সব
তুমি বিচারক,
সবকিছুর মালিক তুমি
তুমি ধারক ও বাহক।
তুমি রাহমান প্রভু
অসীম অপার,
কল্যাণময় করো জীবন
প্রার্থনা আমার।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন