বাংলাদেশ বার্তা ডেস্কঃ আবু হুরায়রা রা. হতে বর্ণিত। রাসূলুল্লাহ সা. বলেছেন, আল্লাহ তা‘আলা যখন জান্নাত সৃষ্টি করলেন, তখন জিবরাইল আ.-কে বললেন, যাও, জান্নাত দেখে আস। হযরত জিবরাইল আ. গিয়ে জান্নাত এবং জান্নাতের বাসিন্দাদের জন্য যেই সব জিনিস আল্লাহ তা‘আলা তৈরী করে রেখেছেন, সবকিছু দেখে আসলেন, এবং বললেন, হে আল্লাহ! আপনার ইজ্জতের কসম! যে কেউ এই জান্নাতের অবস্থা সম্পর্কে শুনবে, সে অবশ্যই তাতে প্রবেশ করবে। (অর্থাৎ, প্রবেশের ইচ্ছা করবে)।
অতঃপর আল্লাহ তা‘আলা জান্নাতের চারপার্শে কষ্টসমূহ দ্বারা বেষ্টন করে দিলেন, অতঃপর পুনরায় জিবরাইল আ.-কে বললেন, হে জিবরাইল! আবার যাও এবং পুনরায় জান্নাত দেখে আস। তিনি গিয়ে তা দেখে আসলেন এবং বললেন, হে আল্লাহ! এবার যা কিছু দেখলাম, এর প্রবেশপথ তো খুবই কষ্টকর হয়ে গেছে। আমার আশংকা হচ্ছে যে, এই কষ্ট পার করে একজনও হয়তো তাতে প্রবেশ করতে পারবে না।
রাসূলুল্লাহ সা. বলেন, অতঃপর আল্লাহ তা‘আলা যখন জাহান্নামকে সৃষ্টি করলেন, তখন বললেন, হে জিবরাইল! যাও, জাহান্নাম দেখে আসো। তিনি দেখে এসে বলবেন, হে আল্লাহ! আপনার ইজ্জতের কসম! যে কেউ এই জাহান্নামের ভয়ংকর অবস্থার কথা শুনবে, সে কখনও তাতে প্রবেশ করবে না। (অর্থাৎ, এমন কাজ করবে, যাতে তা থেকে বেঁচে থাকতে পারে)।
অতঃপর আল্লাহ তা‘আলা জাহান্নামের চারপার্শে প্রবৃত্তির আকর্ষণীয় বস্তু দ্বারা বেষ্টন করলেন, এর প্রবেশপথকে সহজ করে দিলেন এবং পুনরায় জিবরাইলকে বললেন, আবার যাও এবং দ্বিতীয়বার তা দেখে আস।
হযরত জিবরাইল আ. গেলেন এবং এবার দেখে এসে বললেন, হে আল্লাহ! আপনার ইজ্জতের কসম করে বলছি, আমার আশংকা হচ্ছে, একজন লোকও জাহান্নামে প্রবেশ করা থেকে নিজেকে বিরত রাখতে পারবে না। [আবু দাউদ- হা/৪৭৪৬, তিরমিযী- হা/২৫৬০, নাসাঈ- হা/৩৭৬৩, মিশকাত- হা/৫৪৫২]
রাসুল সা. আরো বলেছেন, ‘আমি জাহান্নামের চেয়ে ভয়ংকর কোন জিনিস কখনও দেখিনি, যা থেকে এর প্রত্যাশিত পলায়নকারীরা ঘুমন্ত। আমি জান্নাতের চেয়ে লোভনীয় কিছু দেখিনি, যার সন্ধানকারীরাও ঘুমন্ত।’ (সহিহ তিরমিযী: ২৫২৬)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন