* দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা*

ইসলামী ব্যাংক দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র * সকল প্রকার একাউন্ট খুলতে * * টাকা জমা করতে * টাকা উঠাতে * * বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর টাকা বোনাসসহ উঠাতে * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে আসুন। * * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা* * প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01711-458151* 01700-925241*

রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

আমাদের প্রিয় ভাই ✍মল্লিক মাহমুদ .

তুমি-এই বাগানের সুরভিত ফুল

আমাদের প্রিয় ভাই,
তোমার প্রতিটি কথার লতায়
স্নেহের পরশ পাই।
বুকের ভেতরে আল কোরানের
সবুজ মমতা রেখে,
আমাদের চোখে স্বপ্ন জাগাও
বিজয়ের ছবি এঁকে।
ছোট-বড় সব কর্মীর তরে
মনের দরজা খুলে,
গান গেয়ে যাও ইত্তেহাদের
সুর শিহরণ তুলে।
সাথী বৈঠকে যখন বন্ধু
হও তুমি মেহমান,
পরম খুশীতে জেগে ওঠে জানি
আমাদের মনপ্রাণ।
ভালোবাসা দিয়ে বৈঠকটাকে
করে দাও একাকার,
রিপোর্ট বইতে দাগ না দিয়েও
পেয়ে যায় সবে পার।
পর্যালোচনা তুলনামূলক
অনেক সহজ হয়,
দেখাতে শুনিনা মুলতবি আর
বাতিল করার ভয়।
আজকে তোমার জন্মদিনের
শুভেচ্ছাটুকু নিও,
সারাটি জীবন এমনি করেই
আমাদের ছাড় দিও।
.
১৭।১০।২০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা.

  বাংলাদেশ বার্তা ডেস্কঃ  প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাক...