* দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা*

ইসলামী ব্যাংক দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র * সকল প্রকার একাউন্ট খুলতে * * টাকা জমা করতে * টাকা উঠাতে * * বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর টাকা বোনাসসহ উঠাতে * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে আসুন। * * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা* * প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01711-458151* 01700-925241*

বুধবার, ৭ অক্টোবর, ২০২০

ঢাকাসহ সারাদেশে ধর্ষণ বিরোধী বিক্ষোভ

 

বাংলাদেশ বার্তা ডেস্কঃ নোয়াখালীর বেগমগঞ্জসহ সারাদেশে বিভিন্ন সময় যৌন নিপীড়ণের ঘটনার প্রতিবাদে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ করেছে বাম সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বেগমগঞ্জের নারী নির্যাতনের মামলার আসামী সাজু  ঢাকার শাহবাগ ও স্থানীয় ইউপি সদস্য সোহাগকে বেগমগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল আরো ৪ জনকে  গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই মামলায় ৬ জন গ্রেপ্তার হয়েছে। রিমান্ডে নেয়া হয়েছে ২ জনকে। 

ধর্ষণসহ যৌন নিপীড়নের ঘটনা দেশ জুড়ে আলোচনায় এলেও, নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে নোয়াখালী বেগমগঞ্জের এক গৃহবধুর যৌননিপীড়নের ভিডিও সামাজিক যোগযোগ মাধেমে ছড়িয়ে দেয়ার ঘটনাতে।


প্রতিবাদে সকাল থেকে  রাজধানীর শাহবাগের চৌরাস্তায় বাম নেতা-কর্মীদের সড়ক অবরোধ। দিনভর সড়ক অবরোধের সময় যানবাহন চলাচল সীমিত হয়ে পড়ে। সংহতি জানাতে আসেন পেশাজীবিরাও। 

একই সময় জাতীয় যাদু ঘরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে আরো কয়েকটি বাম সংগঠন।

যৌননিপীড়নের প্রতিবাদ ও পাটকল খোলার দাবীতে জাতীয় প্রেসক্লাব থেকে মিছিল নিয়ে বাম গণতান্ত্রিক জোট নেতারা প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে যেতে চাইলে শাহবাগ ও শেরাটন এলাকায় পুলিশ তাদের বাধা দেয়। 


বামগণতান্ত্রিক জোটের মিছিল আটকানোর বিষয়ে পুলিশের বক্তব্যঃ পুলিশের একজন কর্মকর্তা বলেন, মিছিলকারীদের হাতে যে প্লাকার্ডএ লাঠি ছিলো তা মিছিলকারীরা পুলিশের দিকে ছুড়েমারে। অনেক জায়গায় তারা পুলিশের গায়ে হাত তোলার চেষ্টা করেছে। একজন পুলিশকে আমরা হাসপাতালে পাঠিয়েছি। এই পরিস্থিতিতে আমরা তাদের এখানে আটকিয়েছি, কিন্ত তাতে  অনেক হাতাহাতি হয়েছে।

বেগমগঞ্জের ঘটনায় ৯ জনকে অভিযুক্ত করে নারী-শিশু নির্যাতন ও পর্নগ্রাফী নিয়ন্ত্রণ  আইনে ২টি মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান অভিযুক্ত বাদল ঢাকা থেকে, দেলোয়ারকে নারায়ণগঞ্জ এবং রহমতুল্লাহ ও আব্দুর রহিমকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে রহমতুল্লাহ ও রহিমকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে।

চট্টগ্রামে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠন। চেরাগী পাহাড় চত্বরে সংহতি সমাবেশ হয়েছে। প্রেসক্লাব চত্বরে হয়েছে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল। এসব সমাবেশ ও মিছিল থেকে ধর্ষক ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হয়। 

শাহবাগে পুলিশি হামলা ও লাঠিচার্জের প্রতিবাদের মঙ্গলবার সাড়াদেশে বিক্ষোভ ও আগামী ১৯ অক্টোবর সাড়াদেশে সড়ক, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচী দিয়েছে বামগণতান্ত্রিক জোট। 

এ ছাড়াও দেশের আলেম সমাজসহ বিভিন্ন ইসলামী সংগঠন ধর্ষনের প্রতিবাদের  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা.

  বাংলাদেশ বার্তা ডেস্কঃ  প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাক...