গতকাল আরো ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই মামলায় ৬ জন গ্রেপ্তার হয়েছে। রিমান্ডে নেয়া হয়েছে ২ জনকে।
ধর্ষণসহ যৌন নিপীড়নের ঘটনা দেশ জুড়ে আলোচনায় এলেও, নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে নোয়াখালী বেগমগঞ্জের এক গৃহবধুর যৌননিপীড়নের ভিডিও সামাজিক যোগযোগ মাধেমে ছড়িয়ে দেয়ার ঘটনাতে।
একই সময় জাতীয় যাদু ঘরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে আরো কয়েকটি বাম সংগঠন।
যৌননিপীড়নের প্রতিবাদ ও পাটকল খোলার দাবীতে জাতীয় প্রেসক্লাব থেকে মিছিল নিয়ে বাম গণতান্ত্রিক জোট নেতারা প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে যেতে চাইলে শাহবাগ ও শেরাটন এলাকায় পুলিশ তাদের বাধা দেয়।
বেগমগঞ্জের ঘটনায় ৯ জনকে অভিযুক্ত করে নারী-শিশু নির্যাতন ও পর্নগ্রাফী নিয়ন্ত্রণ আইনে ২টি মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান অভিযুক্ত বাদল ঢাকা থেকে, দেলোয়ারকে নারায়ণগঞ্জ এবং রহমতুল্লাহ ও আব্দুর রহিমকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে রহমতুল্লাহ ও রহিমকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে।
চট্টগ্রামে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠন। চেরাগী পাহাড় চত্বরে সংহতি সমাবেশ হয়েছে। প্রেসক্লাব চত্বরে হয়েছে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল। এসব সমাবেশ ও মিছিল থেকে ধর্ষক ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হয়।
শাহবাগে পুলিশি হামলা ও লাঠিচার্জের প্রতিবাদের মঙ্গলবার সাড়াদেশে বিক্ষোভ ও আগামী ১৯ অক্টোবর সাড়াদেশে সড়ক, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচী দিয়েছে বামগণতান্ত্রিক জোট।
এ ছাড়াও দেশের আলেম সমাজসহ বিভিন্ন ইসলামী সংগঠন ধর্ষনের প্রতিবাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন