* দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা*

ইসলামী ব্যাংক দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র * সকল প্রকার একাউন্ট খুলতে * * টাকা জমা করতে * টাকা উঠাতে * * বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর টাকা বোনাসসহ উঠাতে * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে আসুন। * * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা* * প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01711-458151* 01700-925241*

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

করোনা কালীন অফিস সময় সূচীতে আবারও পরিবর্তন আনল আইআইইউসি

 

বাংলাদেশ বার্তা ডেস্কঃ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম করোনা কালীন সময়ের জন্য অফিস সময় সূচীতে আবারও পরিবর্তন এনেছে।

উল্লেখ্য, বিশ্বব্যাপী মহমারী করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সরকারী নির্দেশনায় ১৮ মার্চ ২০২০ তারিখ দেশের অন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের মতো আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম’র অফিসসহ শিক্ষা কার্যক্রম বন্ধ (ছুটি) ঘোষণা করা হয়। 

সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার সরকার কয়েক দফায় ছুটি বৃদ্ধি করে; ফলে আইআইইউসিও তার সকল কার্যক্রম বন্ধ রাখে। পরবর্তীতে কয়েকমাস বন্ধ থাকার পর ছাত্র/ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী সকলের দিক বিবেচনা করে অনলাইনে ক্লাসসহ সকলপ্রকার সেবা কার্যক্রম চালু করে এই বেসরকারী বিশ্ববিদ্যালয়টি।

গত  জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে স্বাস্থ্যবিধি মেনে সপ্তাহে  ২ দিন রোস্টার করে সশরীরে অফিস কার্যক্রম চালু হয়। তখন অফিস সময় সূচী  সপ্তাহের রবিবার ও বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১:৪৫ মিনিট। রোস্টার করে স্বল্প সংখ্যক জনশক্তি নিয়ে শারীরিক দুরত্ব বজায় রেখে অফিস কাযক্রম পরিচালনা করা।  কিছুদিন আগে ২দিনের স্থলে অফিস ৩দিন করা হয়েছিল। অফিস সময় আগের মত বহাল ছিল।  সঙ্গত কারণে তা আবার ২দিন করা হয়, তবে অফিস সময় সূচী সকাল ৯:০০ টা থেকে বিকাল ৪:০০ টা করা হয়। 

অপিসের এই নতুন সময় সূচী আগামী ১১ অক্টোবর রবিবার থেকে কার্যকর হবে। এই বিষয়ে গত ৭ অক্টোবর এডিশনাল রেজিষ্ট্রার মোঃ সোলায়মান মিয়া স্বাক্ষরিত এক অফিস নোটিসের মাধ্যমে জানিয়ে দেয়া হয়। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা.

  বাংলাদেশ বার্তা ডেস্কঃ  প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাক...