নিখেঝাঁজ দুই শিশু ৪নং ওয়ার্ড কাটা পাহাড় এলাকার পল্লী চিকিৎসক মোঃ আবু তালেবে ছেলে। জানা গেছে, তারা দুইজন পূর্ব টইটং মধুখালী জমিরিয়া দারুল উলুম মাদ্রাসা ও নুরানী হেফজ খানার ছাত্র।
সোমবার (০৭ জুন) দুপুরে খেলতে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হয় আলি হাসান (ছোটন) ও ছোট ভাই আবু তাহের। তখন থেকে নিখোঁজ হয়ে আর বাড়ি ফিরে নাই তারা। আত্মীয় স্বজনসহ অনেক স্থানে খোঁজাখুঁজি করেও আজ ১১ দিন ধরে তাদের কোন সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের মা আলমাস খাতুন বলেন, ’সাত বছর আগে স্বামী দ্বিতীয় বিয়ে করে অজানা স্থানে চলে যায়। তখন থেকে গ্রামের ঘরে ঘরে গৃহকাজ করে শিশুদের লালন পালন করছি। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ সেই শিশু সন্তানরাও কোথায় জানি নিখোঁজ হয়ে গেছে। এখন আমি কি করবো কোথায় গিয়ে তাদের খোঁজ পাবো কিছু ভেবে পাচ্ছি না।’
তিনি আরো বলেন, ছেলে নিখোঁজের ব্যাপারে থানায় গিয়ে সাধারণ ডাইরী করবো। স্থানীয়দের ধারণা দুই শিশু এখনো দূরে কোথাও যায়নি। হয়তো অনেকদিন ছুটিতে থাকার পর মাদ্রাসায় যাওয়ার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে।
এদিকে নিখোঁজের মা আলমাস খাতুন তার সন্তানের খোঁজে সবার সহযোগিতা চেয়েছেন। কোন সহৃদয় ব্যক্তি যদি তাদের কোন হদিস পেয়ে থাকেন ০১৮৭৫-৪০৬৫৫৬/ ০১৩০৬-৭১৯৯৮৭ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন