* দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা*

ইসলামী ব্যাংক দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র * সকল প্রকার একাউন্ট খুলতে * * টাকা জমা করতে * টাকা উঠাতে * * বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর টাকা বোনাসসহ উঠাতে * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে আসুন। * * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা* * প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01711-458151* 01700-925241*

সোমবার, ২৬ অক্টোবর, ২০২০

পিতার মৃত্যুর ৩৪ দিন পরে একই পরিবারের তিন জনের মৃত্যু: জানাযা এক সাথে আগামীকাল সকাল ১১ টায়

 

বাংলাদেশ বার্তা ডেস্কঃ কুতুবদিয়ার উত্তর ধূরুং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আজিম উদ্দিন সিকদার পাড়ার মরহুম গিয়াস উদ্দিন প্রকাশ ভেন্ডার গিয়াস উদ্দিন সিকদার গত ২২ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।

তাঁর মৃত্যুর ৩২দিন পরে ৪০ দিনের ফাতিহা গত ২৪ অক্টোবর ২০২০ ইং তারিখ শনিবারে নিজ বাড়িতে সম্পন্ন হয়।

পিতার মৃত্যুর পর ৪০ দিনের ফাতিহা অনুষ্ঠান সম্পন্ন করে গতকাল বাড়ির আনুসাঙ্গিক কাজ শেষে
গতকাল ২৬ অক্টোবর ২০২০ ইং তারিখ, সোমবার দুপুরে নিজ বাড়ি কুতুবদিয়া হতে কক্সবাজার বোনজামাই আক্কাস উদ্দিনের বাসায় যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেন ১) আমিনুল কবির ২) আক্কাস উদ্দিন ৩) সোনিয়া আক্তার।

মগনামাঘাট হতে চকরিয়া বাস স্টেশনে যাওয়ার জন্য সিএনজিতে করে যাওয়ার সময় পেকুয়ার মেহেরনামার পরে নন্দীপাড়া ষ্টেশনে আকস্মিক সিএনজি ট্রাক মুখোমুখি সংঘর্ষে আমিনুল কবির (৩২) ঘটনাস্থলে মৃত্যুবরণ হন।

বাকিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে আক্কাস উদ্দিন (৩৮) মৃত্যুবরণ করেন।

সোনিয়াকে (১৬) গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় ২৭ অক্টোবর ২০২০ ইং তারিখ, মঙ্গলবার রাত ১২টা ৪০ মিনিটের সময় মৃত্যুবরণ করেন।

আমিনুল কবির (৩০) মরহুম ভেন্ডার গিয়াস উদ্দিন সিকদারের ১ম পুত্র। তিনি চট্টগ্রাম কাস্টম অফিসে কর্মরত ছিলেন।

আক্কাস উদ্দিন (৩৮) মাস্টার ছৈয়দুল আলমের ১ম পুত্র। আমিনুল কবিরের দুলাভাই। মরহুম ভেন্ডার গিয়াস উদ্দিন সিকদারের বড় জামাই। তিনি কক্সবাজারে কনস্ট্রাকশনের কাজ করতেন।

সোনিয়া আক্তার (১৬) আক্কাস উদ্দিনের ১ম কন্যা।

মরহুম ভেন্ডার গিয়াস উদ্দিন সিকদার ও মাস্টার ছৈয়দুল আলমের বড় নাতনি। আমিনুল কবিরের বড় ভাগ্নি।

আগামীকাল ২৭ অক্টোবর ২০২০ ইং তারিখ, মঙ্গলবার সকাল ১১ টায় পারিবারিক কবরস্তানে একসাথে তিনজনের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা.

  বাংলাদেশ বার্তা ডেস্কঃ  প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাক...