* দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা*

ইসলামী ব্যাংক দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র * সকল প্রকার একাউন্ট খুলতে * * টাকা জমা করতে * টাকা উঠাতে * * বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর টাকা বোনাসসহ উঠাতে * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে আসুন। * * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা* * প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01711-458151* 01700-925241*

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

শীত :মল্লিক মাহমুদ

 

বাংলাদেশ বার্তা ডেস্কঃ ১৮ নভেম্বর’২০

কুয়াশায় ঢাকা শীত এসে গেলো
সবুজের বাংলায়,
টুকটুকে লাল গোলাপের কুঁড়ি
তাই বুঝি হেসে যায়।
ভালোবাসা মাখা শিশির জমেছে
শুভ্র শিউলি ফুলে,
হিমেল বাতাসে ছোট্ট মাচার
পুঁই লতা ওঠে দুলে।
দোয়েল-শ্যামারা সুরে সুরে গায়
সোনালি ভোরের গান,
ডানা ঝিলমিল মাছরাঙা দেখে
ভরে যায় মন-প্রাণ।
খেজুর রসের মৌ মৌ ঘ্রাণে
মুখরিত সারা গ্রাম,
বুকের জমিনে স্বপ্নের নদী
ভেসে যায় অবিরাম।
.
১৮।১১।২০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা.

  বাংলাদেশ বার্তা ডেস্কঃ  প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাক...