বাংলাদেশ বার্তা ডেস্কঃ
দিন শেষে সন্ধ্যা পেরিয়ে
নেমে আসে আধাঁর রাত,পাখির কোলাহল থেমে গেছে কবে
মাঝে মাঝে আলো জ্বলে আকস্মাৎ।
আপন কর্ম সেরে মাবকুল সবে
ফিরে যায় যার যার আপন ঘরে,
দিনের কোলাহোলে পূর্ণ শহর
রাতে নীরব নিস্তব্দ হয়ে পড়ে।
ল্যাম্প পোস্টের লাইটগুলো
জ্বলে উঠে ধীরে ধীরে,
তার নীচে আসন গেড়েছে
ছিন্নমূল মানব সকলে।
গভীর থেকে গভীর হয় রাত আরো
বাড়তে থাকে শীতের তীব্রতা,
কুয়াশার চাঁদরে ঢেকে যায় গোটা শহর
ঢেকে যায় চাঁদের স্নিগ্ধতা।
নীরব নিস্তব্দ শুনশান নীরবতা
কোথাও নেই কোনো কারো সাড়া,
রাস্তার ধারে আড়ষ্ট হয়ে পড়ে আছে
কত শত আদম গৃহ হারা।
দিন আনে দিন খায় তারা
নেই এতটুকু মাথা গুজার ঠাই,
ফুটপাতই তাদের ঘর বাড়ী
ফুটপাতেই তাদের ঠাঁই।
কন কনে শীতের রাতে তারা
পড়ে আছে রাস্তার ধারে,
শীত নিবারনের নেই এতটুকু কাপড়
কত অসহায় তারা হায়রে।
এসো সবে একসাথে তবে
অসহায় মানুষের পাশে দাড়াই,
যার যা আছে তাই দিয়ে চলো
তাদের দুঃখটা গোছাই।
প্রকাশ ২৩ ডিসেম্বর ২০১৯
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন