আমাদের শাবানা আলমগীর রাজ্জাক ববিতা কবরি বুলবুল আহমেদ সুচন্দা রোজিনারা নেই! কোথায় গেল পুরনো দিনের গান, পল্লীগীতি, ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াবানী, ছায়া ছন্দ! সকালের নাস্তা হিসেবে রুটি পাউরুটি জেলি স্যান্ডউইচ নুডুলস।
ক্রিকেট ফুটবল আমাদের প্রাণের খেলা। কাবাডি হাডুডু বলি খেলা গোল্লাছুট ছোটাছুটি ষাড়ের লড়াই প্রায় ভুলেই গিয়েছি। এই প্রজন্ম এগুলোর নাম শুনেনি,এগুলোর কথা জিজ্ঞেস করলে চোখ বড় করে তাকায়! মাছে ভাতে বাঙালি আমরা। আগে তিন বেলা ভাত খেতাম আর এখন! মেনুতে যেদিন মাছ থাকবে সেদিন সোনামণিরা উপোস থাকবেন কিন্তু খাবেন না! মাছ, মুরগিতে যুক্ত হয়েছে দেশি-বিদেশি! বাবুরা কাঁঠাল চিনেন কিন্তু কাঁঠাল গাছ চেনেন না! স্কুল দেখে, স্কুলের মাঠ দেখেনা!
কাজিন(Cousin) বলে চাচাতো মামাতো খালাতো ফুফাতো ভাই-বোনদের সম্বোধন করতে গিয়ে আমাদের সম্পর্ক নির্ধারণ এখন নতুন কলোনাইজেশন! আমাদের প্রত্যেকটি সম্পর্কের আলাদা আলাদা অর্থ আছে, যা কিন্তু আন্টি, আঙ্কেল বা কাজিন দিয়ে বোঝানো সম্ভব নয়। যিনি আমার ফুফু তিনি আমার খালা নন। আমার চাচি কিন্তু আমার মামী নন। আমাদের আব্বা পরে হলেন বাবা, আব্বু এখন কিন্তু ডেড! আমাদের সংস্কৃতি গিলে খাচ্ছে শকুন। ধ্বংস হয়ে যাচ্ছে বিশ্বব্যাপী সংস্কৃতিক বৈচিত্র।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন