* দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা*

ইসলামী ব্যাংক দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র * সকল প্রকার একাউন্ট খুলতে * * টাকা জমা করতে * টাকা উঠাতে * * বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর টাকা বোনাসসহ উঠাতে * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে আসুন। * * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা* * প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01711-458151* 01700-925241*

বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

হারা‌নো ‌সেই সুখ‌: আব্দুল হান্নান চৌধুরী

কত‌দিন নি‌তে পা‌রিনা বুক ভ‌রে একটু নিঃশ্বাস

ক‌বে হ‌বে পৃ‌থিবীটা আবার সু‌খের সেই আবাস।
সবুজ শ্যামল প্রকৃ‌তির সা‌থে হয়‌নি কত‌দিন দেখা
‌কোমল হা‌তে ছোঁয়া হয়‌নি সাগ‌রের ‌সেই তট‌রেখা।
কত‌দিন দে‌খিনা সে‌ই প্রিয় মানুষ‌দের মায়া ভরা মুখ
একসা‌থে হয়না কথা বলা, পাইনা ম‌নে ‌কো‌নো সুখ।
কত‌দিন বন্ধু‌দের নি‌য়ে জ‌মেনা সেই চা‌য়ের আড্ডাটা
সুখ দু‌খের কথা বি‌নিম‌য়ে শেষ হ‌তো মধুর বি‌কেলটা।
পরাধীনতার শৃংখল প্রসা‌রিত আজ প্র‌তি‌টি প্রান্ত‌রে
প্র‌তি প‌দে প‌দে অস্থ‌িরতা ‌আজ মো‌দের ঘি‌র‌ে‌ছে ধ‌রে।
মৃত্যুর মি‌ছি‌লে শা‌মিল হ‌য়ে‌ছে কত শত ব‌নি আদম
এর শেষ গি‌য়ে ঠেক‌বে কোথায় চল‌ছেতো তা হরদম।
সহসা হ‌বেনা বু‌ঝি ‌মো‌দের এই দশা থে‌কে কভু মুক্ত‌ি
আস‌বে ফি‌রে ক‌বে আবার হারা‌নো সে‌ই সুখ‌টি।
প্রথম প্রকাশঃ ৬ জুন ২০২০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা.

  বাংলাদেশ বার্তা ডেস্কঃ  প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাক...