বাংলাদেশ বার্তা ডেস্কঃ ডা. উর্মিতা, যিনি প্রকাশিত ৩৭ তম বি.সি.এস এর রেজাল্টে পুরো বাংলাদেশের মধ্যে বি.সি.এস হেলথ ক্যাডারে প্রথম হয়েছেন।
তিনি বুয়েট আর ডি.এম.সি তে একই সাথে চান্স পেয়েছেন এবং ঢাকা মেডিকেলে ভর্তি হয়ে মেডিকেলের প্রতিটি প্রফ পরীক্ষায় প্রথম হয়েছেন।তিনি প্রথম বারেই বি.সি.এস দিয়ে প্রথম হন।
আমাদের উচিত নিজেদের নেগেটিভ জিনিসগুলোকে ভাইরাল হতে না দিয়ে আমাদের পজিটিভিটি আমাদের
সফলতালোকে বেশি বেশি ভাইরাল করা। প্রচার করা যা অন্যদের এগিয়ে যেতে উৎসাহিত করবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন