* দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা*

ইসলামী ব্যাংক দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র * সকল প্রকার একাউন্ট খুলতে * * টাকা জমা করতে * টাকা উঠাতে * * বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর টাকা বোনাসসহ উঠাতে * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে আসুন। * * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা* * প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01711-458151* 01700-925241*

সোমবার, ৮ মার্চ, ২০২১

বন্দর মডেল প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি এস এম শাহীনকে ফুলেল শুভেচ্ছা

বাংলাদেশ বার্তা ডেস্কঃ  সাংবাদিক এসএম শাহীনকে বন্দর থানা সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বন্দর মডেল প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি এস এম শাহীনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বন্দর থানা সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির নেতৃবৃন্দ।
শুক্রবার ৫ই মার্চ রাত ৮টায় বন্দর মডেল প্রেসক্লাবের কার্যালয়ে এসে সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় তারা বন্দর মডেল প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দের সুস্বাস্থ্য কামনা করেন।
শুভেচ্ছা ও সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বন্দর থানা সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির দপ্তর সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর আগুন বাবু, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ আল-আমিন পাঠান, শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, কার্যকরী সদস্য রাকিব পাঠান, সদস্য মোঃ সাইফুল ইসলাম, দেলোয়ার পাঠান সহ প্রমুখ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা.

  বাংলাদেশ বার্তা ডেস্কঃ  প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাক...